শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৭:৩৫ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির সরকার আর নয় ইঙ্গিত শরিক দলের নেতার

নুর নাহার : এবার একক গরিষ্ঠতা পাবে না বিজেপি। শুক্রবার সোজাসাপ্টাই জানিয়ে দিলেন বিজেপি ঘনিষ্ঠ অকালি দলের নেতা নরেশ গুজরাল। তবে তাঁর দাবি, কেন্দ্রে বিজেপি–র নেতৃত্বে সরকার গড়বে এনডিএ জোটই। বিজেপি–ই ঠিক করবে নেতা।’ ফলে এনডিএ জোট ক্ষমতায় এলে নরেন্দ্র মোদিই প্রধানমন্ত্রী থাকবেন কি না, সে নিয়েও প্রশ্ন তুলেন শরিক দলের এই নেতা। এমন সম্ভাবনার কথা বলেছিলেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা রাম মাধবও। একই মত শরিক শিবসেনার নেতা সঞ্জয় রাউতেরও। - আজকাল

নরেশ গুজরাল শুক্রবার বলেন, ‘আমি বাস্তববাদী। আমি বিশ্বাস করি, এবার কেউই নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবে না। তবে এনডিএ জোট গরিষ্ঠতা পেয়ে যাবে এবং কেন্দ্রে স্থায়ী সরকার গড়বে।’ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরালের ছেলে নরেশ গুজরাল। এবার বিজেপিকে শরিক দলগুলির মতামত আরও অনেকটাই মেনে চলতে হবে, এদিন তেমন ইঙ্গিতও দিয়েছেন গুজরাল। তাঁর মন্তব্য, ‘যখন কোনও দলের গরিষ্ঠতা নেই, তখন সবাইকে নিয়েই চলতে হবে প্রধানমন্ত্রীকে। সেটাই হল স্বাস্থ্যকর গণতন্ত্র। আর এভাবেই দেশের বিভিন্ন অঞ্চল ন্যায়বিচার পেয়ে থাকে।’

ব্লুমবার্গ সংবাদ সংস্থার প্রধান সম্পাদককে সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছিলেন বিজেপির শীর্ষনেতা রাম মাধব। তিনি বলেন, ‘আমরা নিজেরা ২৭১টি আসন পেলে খুশি হব। তবে এনডিএ–র শরিকদের সঙ্গে নিয়ে আমরা ভাল রকম গরিষ্ঠতা পেয়ে যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়