শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৮:৪৬ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ও বাংলাদেশে কাল থেকে বৃষ্টির সম্ভাবনা

মহসীন কবির ও লিউনা হক :  ভারত ও বাংলাদেশে কাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দেশের আবহাওয়া বিভাগ এখবর জানিয়েছেন।

বাংলাদেশে ১৩ মে থেকে ১৮ মে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হওয়ার পর ঢাকা, রাজশাহী, খুলনাসহ কয়েকটি অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমবে। এর ফলে উত্তরাঞ্চলে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১৩ কিলোমিটার।এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীতে। রাজধানীতে ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ভারতের দিল্লিতে শনিবার ঝড়ো দমকাহাওয়া ও বজ্রপাতের সাথে ধুলোঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে বলে জানায় দেশটির আবহাওয়া বিভাগ। হাল্কা বৃষ্টির সম্ভাবনাও আছে বলে জানানো হয় এবং তীব্র গরম থেকে পরিত্রাণ পাবারও আশা করা হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকায় রবিবার বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা আছে, ওইদিন ভারতে ষষ্ঠ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে ২৪.৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রী সেলসিয়াস বলে জানায় আবহাওয়াবিদ।। দেশটির আদ্রতার পরিমাণ ৫২ শতাংশ।  ভিদারভা, ছত্রিশগড়, তেলেঙ্গানাসহ দেশটির বিভিন্ন জায়গায় খুব সম্ভবত তাপমাত্রার প্রাদুর্ভাব হতে পারে আগামী ২৪ ঘন্টায় এবং উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা ও পশ্চিম বাংলায় আগামী ৪৮ ঘন্টা পর হবে বলে জানায় আবহাওয়া বিভাগ।
চলমান পশ্চিমা লঘুবায়ু এবং আরব সাগরের আদ্রতার কারণে আজ থেকে উত্তর-পশ্চিম ভারতের অনেক অংশে ভারি বৃষ্টিপাত বা বজ্রঝড়ের সম্ভাবনা আছে।  আজ থেকে উত্তর-পূর্ব ও ভারতের উপদ্বীপ এলাকায় বৃষ্টিপাত বা বজ্রঝড়ের পরিমাণ বৃদ্ধি পাবে। আগামী চারদিন অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয় জুড়ে নিরবিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আবহাওয়া পূর্বাভাস সংস্থা জানায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়