শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৬:৩৯ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ এগিয়ে যাওয়ার সত্য গল্প

আমাদের সময়: ১৯৮১ থেকে ১৯৯৬; প্রায় ১৫ বছর। বাংলাদেশের ইতিহাসে ’৮১ সাল তাৎপর্যময় এ কারণে যে, দীর্ঘ ছয় বছর পর সে বছরের ১৭ মে শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর পদে অধিষ্ঠিত হয়ে শুরু করেছিলেন শোষণমুক্ত সমাজ গড়ার দুর্বার আন্দোলন। আর ১৯৯৬ সালে শেখ হাসিনা হলেন প্রধানমন্ত্রী। মাঝখানের এই ১৫টি বছর কেমন ছিল দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা এবং শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, দৃঢ়তা, কর্মতৎপরতা, দেশপ্রেম কীভাবে এসবের পরিবর্তনে ভূমিকা পালন করেছে তা উঠে এসেছে ২১ ফেব্রুয়ারি, ২০১৯-এ মুক্তধারা থেকে প্রকাশিত ফয়েজ রেজার গবেষণালব্ধ ‘কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা’ বইতে। বইটিকে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের একাংশের জীবনীগ্রন্থ বলা যায়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত ১টার পর বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানি হানাদার বাহিনীর গ্রেপ্তার করে নিয়ে যাওয়া, পরিবারের সব সদস্যকে নিয়ে (শেখ হাসিনা তখন অন্তঃসত্ত্বা) প্রায় দেড় মাস বঙ্গমাতার এ বাসা ও বাসায় নিদারুণ কষ্টে দিন যাপন করা এবং তারপর পাকিস্তানি বাহিনী কর্তৃক আটকের পর মগবাজারের একটি বাসায় ১৭ ডিসেম্বর মুক্তি পাওয়ার আগ পর্যন্ত অন্তরীণ থাকা, ১৯৭২-এর ১০ জানুয়ারি শেখ মুজিবের দেশে ফিরে আসা, ১৯৭২ সালের ১২ জানুয়ারি তার প্রধানমন্ত্রী হওয়া, ১৫ আগস্টে নির্মম বিশ্বাসঘাতকদের দ্বারা সপরিবারে শেখ মুজিবকে হত্যার বর্ণনা এসবই রয়েছে বইটিতে। যে পরিবারকে শেখ হাসিনা হারিয়েছিলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট, সে পরিবারের প্রত্যেক সদস্য কীভাবে তার রাজনৈতিক জীবনে অনুপ্রেরণা জুগিয়েছেন; বাবাকে কেমন দেখেছিলেন বাংলার মানুষকে মুক্ত করার আন্দোলনে, মাকে কেমন দেখেছিলেন সে আন্দোলনে সহযোগী হতে তার জীবন্ত বর্ণনা আছে এ বইতে। শেখ হাসিনা দেশের অনেক ক্রান্তিকাল, অনেক রাজনৈতিক দুর্যোগ প্রত্যক্ষ করেছেন সময়ে সময়ে। ভেঙে পড়েননি কখনই, সরে আসেননি সোনার বাংলা গড়ার নিজ প্রত্যয় থেকে। ’

৮১ সালে দেশে ফেরার মাত্র ১৩ দিন পরই তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন একদল পথভ্রষ্ট আর্মি অফিসারের হাতে। তখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আব্দুস সাত্তার। এরপর বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে ১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতা দখল করেন হুসেইন মুহম্মদ এরশাদ। শেখ হাসিনার সামনে আসে নতুন চ্যালেঞ্জ। শুরু হয় স্বৈরাচারবিরোধী আন্দোলন। সামরিক শাসক এরশাদ একাধিকবার ক্ষমতার অপব্যবহার করে দখল করে রাখেন রাষ্ট্রপতির পদ। দমে যাননি লৌহ মানবী শেখ হাসিনা। দেশের মানুষকে একত্রিত করেছেন বারবার দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে। নিজ দলে বহুবার ভাঙনের সুর বেজেছে; শক্ত হাতে প্রতিহত করেছেন, প্রবল ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেছেন বারবার। লক্ষ্য একটাই দেশের জন্য ভালো কিছু করা, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করা। পেরেছিলেন স্বৈরশাসকের পতন ঘটাতে ১৯৯০-এর ৬ ডিসেম্বর।

১৯৯১-এর নির্বাচনে তার দল যে কোনো দলের চেয়ে এককভাবে পেয়েছিল বেশি ভোট। কিন্তু বিএনপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় সরকার গঠন করতে পারেনি সেবার আওয়ামী লীগ। দেশের মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি বিএনপি সরকার তার ’৯১ থেকে ’৯৬ পর্যন্ত শাসনামলে। ১৯৯৬-এর ১৫ ফেব্রুয়ারি বিএনপি প্রহসনের নির্বাচন করে দ্বিতীয়বার ক্ষমতা দখল করে। দেশকে বাঁচাতে কঠোর আন্দোলনের ডাক দেন শেখ হাসিনা। সব শ্রেণির মানুষের অংশগ্রহণে সফল হয় শেখ হাসিনার আন্দোলন। বিএনপি বাধ্য হয় পুনরায় নির্বাচন দিতে। সে বছরই ১২ জুনের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখের বেটি (কন্যা) হয়ে যান গণমানুষের নেত্রী, সফল জননেত্রী শেখ হাসিনা।

ফয়েজ রেজার ব্যাপক ব্যাপ্তি একজন সফল ছড়াকার হিসেবে। সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে তার তীর্যক বাক্যবাণে সুপাঠ্য ছড়ার নিযুত পাঠক রয়েছে দেশে-বিদেশে। বিভিন্ন পত্রপত্রিকা, স্মরণিকা, দলের গঠনতন্ত্র, প্রচারপত্র ইত্যাদি উৎসকে ব্যবহার করে গবেষণার মাধ্যমে তিনি শেখ হাসিনার সংগ্রামী জীবনের যে ধারাবাহিক বর্ণনা তুলে ধরেছেন ‘কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা’ বইতে, তা তার অনুসন্ধিৎসু মনের পরিচয় যেমন বহন করে, তেমনি এর পঠনও যে কোনো পাঠককেই বিমোহিত করবে। গবেষণায় যারা সহায়তা করেছেন তামান্না তাসমিয়া তুয়া ও সাজিদ রায়হান তারাও প্রশংসার দাবিদার। নামের সঙ্গে মিল রেখে সুন্দর প্রচ্ছদ করেছেন ইয়াছিন আরিফ ডেলমা; যে কোনো পাঠকই বইটি হাতে নিয়ে প্রচ্ছদকারীকে স্মরণ করবেন বলে আমার বিশ্বাস। কিছু বানান বিভ্রাট এবং কিছু অনুচ্ছেদে একই বিষয়ের ওপর একাধিকবার বর্ণনা লক্ষ করা গেছে, যা কোনো কোনো পাঠকের জন্য বিরক্তির কারণ হতে পারে। আশা করি, লেখক ও প্রকাশক উভয়েই বিষয়টি পরবর্তী প্রকাশের সময় খেয়াল রাখবেন। শক্ত কভারে অফসেট কাগজে স্পষ্ট ছাপায় আট ফর্মার বইটির দাম রাখা হয়েছে ২৫০ টাকা। বইটির ব্যাপক পরিচিতি ও প্রসার কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়