শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৪:১৬ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টি আইনে স্কটল্যান্ডের বিপক্ষে দু’রানে জয় পেয়ে সিরিজ জিতলো আফগান

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে দু’ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির পেটে চলে যায়। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বাগড়া দিলেও ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানে জয় পেয়ে সিরিজ জিতে নিলো আফগানিস্তান।

এদিন স্কটল্যান্ডের পক্ষে সেঞ্চুরি করে দলকে ৩২৫ রানের বড় সংগ্রহ এনে দিয়েছিলেন কলাম ম্যাকলয়েড। এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে সেঞ্চুরি হাঁকান আফগানিস্তান রহমত শাহও। ম্যাচ এগুচ্ছিলো ডেথ ওভারের উত্তেজনার দিকে। কিন্তু মাঝে বাগড়া দিলো বেরসিক বৃষ্টি। যে কারণে আর দেখা হলো না আফগান-স্কটিশদের জমজমাট লড়াই।

আফগানিস্তান ইনিংসের ৪৫তম ওভারে নামে বৃষ্টি। সে ওভারের ৫ বলে ৮ রান নেয় তারা। ওভারের তৃতীয় বলে বাউন্ডারি মেরেই মূলত ডি-এল মেথডে দলকে এগিয়ে দেন হাশমতউল্লাহ শহিদি। ৪৪.৫ ওভারে আফগানদের ইনিংস থামে ৩ উইকেটে ২৬৯ রানে। যেখানে বৃষ্টি আইনে ম্যাচের সে পরিস্থিতিতে তাদের প্রয়োজন ছিলো ২৬৭ রান। ফলে জয়ীর হাসি নিয়েই মাঠ ছাড়ে তারা।

৩২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে হলে টপঅর্ডারকে নিতে হতো গুরুদায়িত্ব। ওপেনার হযরতউল্লাহ জাজাই (১২ বলে ১৪) সে কাজে ব্যর্থ হন। তবে দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন রহমত শাহ এবং মোহাম্মদ শাহজাদ।

উইকেটরক্ষক ব্যাটসম্যান শাহজাদ ৫৫ রান করে সাজঘরে ফেরেন দলীয় ১২১ রানের মাথায়। তৃতীয় উইকেটে ফের বড় জুটি গড়েন রহমত। এবার সঙ্গী হিসেবে পান হাশমতউল্লাহকে। দুজন মিলে যোগ করেন ১০৯ রান।

ইনিংসের ৪০তম ওভারে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়ে সাজঘরে ফেরেন রহমত। আউট হওয়ার আগে ১১৩ রান। পরে বৃষ্টি নামার আগে আরও ৪০ রান যোগ করেন হাশমতউল্লাহ এবং আসগর আফগান। হাশমতউল্লাহ ৫৯ এবং আসগর ২২ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেয় স্বাগতিক স্কটল্যান্ড। এডিনবার্গে ৭ উইকেটে ৩২৫ রানের পাহাড়সমান সংগ্রহ করে তারা।

স্কটল্যান্ডকে এত বড় সংগ্রহ এনে দেয়ার মূল কারিগর তিন নাম্বারে নামা কলাম ম্যাকলয়েড। ডানহাতি এই ব্যাটসম্যান ৮৯ বলে খেলেন ১০০ রানের এক ঝড়ো ইনিংস। ম্যাকলয়েডের সেঞ্চুরির সঙ্গে অধিনায়ক কাইল কোয়েটজারের ৭৯ আর রিচি বেরিংটনের ৩৩ ও জর্জ মানসের ২৮ রানের ইনিংসও স্কটল্যান্ডকে ভরসা জুগিয়েছে। আফগান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন গুলবাদিন নায়েব। তবে ৩ উইকেট পেলেও তিনি ১০ ওভারে খরচ করেছেন ৭২ রান। ২টি করে উইকেট নিয়েছেন হামিদ হাসান আর আফতাব আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়