শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ১১:৫২ দুপুর
আপডেট : ১১ মে, ২০১৯, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেরপুর-কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ডেস্ক রিপোর্ট : মেহেরপুরের গাংনী ‍ও কক্সবাজারের টেকনাফ ‍উপজেলায় বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে পৃথক এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানা গেছে।

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় একাধিক মামলার আসামি ইয়াকুব আলী কাজল (২৬) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের গাঁড়াডোব মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

কাজল উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব গ্রামের জালাল উদ্দীন ওরফে হাবুর ছেলে। সে গাংনী ‍উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণ ও গৃহবধূকে এসিড নিক্ষেপ মামলার আসামি। এছাড়া কাজল একই গ্রামের এক স্কুলছাত্রী ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় সে পলাতক ছিল।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার সাংবাদিকদের জানান, প্রেমে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার বিকালে রামকৃঞ্চপুর ধলা গ্রামের এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় কাজল। এ ঘটনার পর বিষয়টি পুলিশকে জানায় ওই গৃহবধূর পরিবার।

তিনি আরও জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। রাতে তাকে নিয়ে ইউনিয়নের গাঁড়াডোব এলাকার একটি বাঁশবাগানে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। একপর্যায়ে তার সহযোগীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে তার কাজলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ ‍উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুদু মিয়া (৩৪) নামে এক ইয়াবা কারবারি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। দুদু মিয়া উপজেলার নাজির পাড়ার হাজী সুলতান আহম্মদের ছেলে।

দুদু মিয়ার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ৬টি মামলা রয়েছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি ছিলেন বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস সাংবাদিকদের জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়