শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৩:৫৬ রাত
আপডেট : ১১ মে, ২০১৯, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রহমতগঞ্জকে হারাতে ঘাম ঝরাতে হলো সাইফের

নিজস্ব প্রতিবেদক : প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি মৌসুমে দ্বিতীয় লেগের প্রথম ম্যাচেই জিতেছে সাইফ স্পোর্টিং ক্লাব। তবে খুব সহজেই জিততে পারেনি সাইফ। রহমতগঞ্জ এমএফসিকে ২-১ ব্যবধানে হারিয়েছে জোনাথন ম্যাকেনস্ট্রির শিষ্যরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (১০ মে) সন্ধ্যায় শুরু হওয়া লিগের ১৩তম রাউন্ডের ম্যাচে পুরান ঢাকার ক্লাবটিকে হারিয়েছে সাইফ স্পোর্টিং। সাইফের হয়ে দুটি গোল করেন ড্যানিয়েল কর্দোবা ও জামাল ভুঁইয়া। রহমতগঞ্জের একমাত্র গোলটি করেন এনামুল ইসলাম।

ম্যাচটা একতরফা হতে পারতো। ম্যাচের ১২ ও ১৪ মিনিটে দুটি গোল করে ম্যাচটাকে একপেশে করে ফেলছিলো সাইফ শিবির। ১২ মিনিটে ইয়াসির আরাফাতের কর্নার কিক থেকে হেডে বল জালে জড়ান ড্যানিয়েল কর্দোবা। তার গোলেই সাইফের এগিয়ে যাওয়া। এই গোলের রেশ কাটতে না কাটতেই ডি বক্সের বাইরে থেকে বুলেট শটে বল জালে জড়ান সাইফ অধিনায়ক জামাল ভুঁইয়া। তাতেই ব্যবধান দ্বিগুণ।

জোড়া গোল হজম করে রহমতগঞ্জ যেন আরও ক্ষেপে যায়। দ্বিতীয়ার্ধে সাইফের রক্ষণ শিবিরে চাপ সৃষ্টি করে পুরান ঢাকার দলটি। ৫৫ মিনিটে ফলও পেয়ে যায় হাতে নাতে। এবার গোলের যোগানদাতা মোহামেডান থেকে রহমগঞ্জে আসা ল্যান্ডিং ডারবোয়ে। তার শট সাইফ গোলরক্ষক সাইফুল ইসলামের হাত ফসকে গিয়ে পড়ে এনামুলের শরীরে। সেটিকে জালে ঠেলে দিয়ে ব্যবধান কমায় রহমতগঞ্জ।

ড্র করেই মাঠ ছাড়তে পারতো রহমতগঞ্জ। ম্যাচের অতিরিক্ত সময়ে একটা সুবর্ণ সুযোগ নষ্ট করে রহমতগঞ্জের আক্রমণভাগের ফুটবলাররা। তিন-চারজন মিলে কাজে লাগাতে পারেননি সহজ সুযোগ।

তাতেই ম্যাচটা হারাতে হয়েছে রহমতগঞ্জকে। তিন পয়েন্ট নিয়ে অ্যাওয়ে ম্যাচ জিতে নিয়েছে সাইফ স্পোর্টিং। পয়েন্ট তালিকায় এ জয়ে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চারে সাইফরা। সমান সংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে নয়ে রহমতগঞ্জ এমএফসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়