শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৩:১১ রাত
আপডেট : ১১ মে, ২০১৯, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে বাড়ি ফেরার পথে মালয়েশিয়া ইমিগ্ৰেশনের হাতে আটক ১০৬

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি : ঈদ কে সামনে রেখে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বিভিন্ন অভিবাসীরা ঘরে ফিরে যায়। আর ঘরে ফেরার পথে সাবাহ প্রদেশের তাওয়া ফেরি থেকে মালয়েশিয়া ইমিগ্ৰেশনের হাতে আটক হলো ১০৬ জন ইন্দোনেশিয়ার নাগরিক। মালয়েশিয়ার পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়ার অবৈধ অভিবাসীরা প্রায় সাগর পথ পাড়ি দিয়ে যাতায়াত করে।

আর এটা বৃদ্ধি পায় মুসলিমদের বৃহত্তম উৎসব দুটি ঈদকে ঘিরে। আর এসময় বডার গার্ড, পুলিশ, ইমিগ্রেশন অভিযানের কারণে প্রায় ছোট-খাটো নৌকা আটক করে গ্রেফতার করা হচ্ছেন ইন্দোনেশিয়ার নাগরিকদের। শুক্রবার ৯ মে স্থানীয় সময় বিকাল দুইটার দিকে সাবাহ প্রদেশের তাওয়া হয়ে নুনুহ দিয়ে ইন্দোনেশিয়ার যাওয়ার জন্য নৌকায় উঠার সময় ইমিগ্রেশন এর হাতে আটক হন নারী পুরুষ মিলে ১০৬ জন। সাবাহ মাজলিস কিসেলামাটান নেগারা জানান, জানুয়ারি থেকে মে পর্যন্ত আমরা প্রায় চার হাজারের বেশি, বিদেশি অভিবাসীকে দেশে পাঠিয়ে দিয়েছি যার মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়া, ফিলিপিনা,ভিয়েতনাম এবং পাকিস্তানের নাগরিক।

এদিকে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা আগামীকাল প্রবাসী প্রতিমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে বলেন, অন্তত আমাদের দেশে যাওয়ার ব্যবস্থা করেন।আমরা আর জঙ্গলে বসবাস করে পারছিনা বলে জানান নারায়ণগঞ্জের সোহাগ। হয় অবৈধদের বৈধ দেওয়ার ব্যাপারে জোর তদবির চালান না হলে অবধি দেশে ফেরার ব্যাপারে মালয়েশিয়া ইমিগ্রেশন এর সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়