শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০২:২৬ রাত
আপডেট : ১১ মে, ২০১৯, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাবিশ্বে ৪ কোটিরও বেশি মানুষ নিজ দেশেই বাস্তুচ্যুত

লিউনা হক: একটি শীর্ষস্থানীয় দাতব্য সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, সারাবিশ্বে প্রায় ৪ কোটি ১০ লাখেরও বেশি উদ্বাস্তু আছেন। তার মধ্যে অনেকেই আছেন যারা রাজনৈতিক দ্বন্দ্ব , নানাবিধ সংঘর্ষ, অভ্যন্তরীণ কোন্দলসহ নানান জটিলতা কারণে সিরিয়াসহ আফ্রিকার দেশগুলো থেকে জোরপূর্বক স্থানান্তরিত হয়েছেন।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল মনিটরিং সেন্টারের বাস্তুচ্যুতদের উপর তৈরি করা এক বৈশ্বিক প্রতিবেদন থেকে জানা যায়, গত কয়েক বছরের তুলনায় গত ২০১৮ সালে বাস্তুচ্যুতদের সংখ্যা প্রায় ১০ লাখেরও বেশি ছাড়িয়ে গেছে। এর মধ্যে আবহাওয়া বিপর্যয়ের কারণে ১ কোটি ১৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

প্রতিবেদনটি আরো জানাচ্ছে, গত বছরে নতুন ২ কোটি ৮০ লাখ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে যা মূল কারণ হিসেবে ধরা হয় রাজনৈতিক দ্বন্দ্ব , নানাবিধ সংঘর্ষ, অভ্যন্তরীণ কোন্দল, পরিবেশ বিপর্যয়সহ নানান জটিলতা। এই জরিপটি প্রতিটি বাস্তুচ্যুত মানুষের স্থানান্তরের পরপর করা হয়, মানে হলো একজন মানুষের একাধিক জায়গায় স্থানান্তরের পর নতুন করে আবার তালিকাভুক্ত করা হয়।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে দেখানো হয়, শুধু বাস্তুচ্যুতদেরই তালিকাভুক্ত করা হয়েছে, যারা তাদের মাতৃভূমি থেকে পালিয়ে এসেছে এমন কোন শরাণার্থীদেরকে তালিকাভুক্ত করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়