শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ১১ মে, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বইবে ‘লু’

রাশিদ রিয়াজ : ভারতের পশ্চিমের জেলা পুরুলিয়া , বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, মালদহে আগামী ৪৮ ঘণ্টায় লু বইবে। কলকাতা সহ দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী এবং নদিয়ায় আগামী দুই দিন অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে।

সতর্কতা বৃহস্পতিবারেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বেলা গড়ালে ধীরে ধীরে আবহাওয়ার অবনতি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রিয়েল ফিল পৌঁছতে পারে ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত্। সঙ্গে ‘লু’। তাই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন দুপুরে বাড়ির বাইরে না বেরনোই শরীরের পক্ষে ভালো। একান্ত উপায় না থাকলে নাকে রুমাল চাপা দিয়ে বেরোতে বলছেন চিকিৎসকরা।

চলতি সপ্তাহের শুরু থেকেই অস্বস্তিকর হতে শুরু করেছে শহরের তাপমাত্রা। সপ্তাহের প্রায় শেষে এসেও যার কোনও পরিবর্তন হল না। আরও দিন দুয়েকের আগে গরম কমার যে কোনও লক্ষন নেই তা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার দিনের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি বেশী।

আর্দ্রতা ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবার যা ছিল সর্বোচ্চ ৯১ সর্বনিম্ন ৫২ শতাংশ। শুক্রবার সকালেই তা হয়ে গিয়েছে সর্বোচ্চ ৯২ সর্বনিম্ন ৬৩ শতাংশ। ফণী রাজ্যের জ্বলীয় বাষ্প কেড়ে নিয়ে গিয়েছে। ফলে যতক্ষণ না বেশি গরম থেকে সমপরিমাণ জ্বলীয় বাষ্প তৈরি হচ্ছে ততদিন বৃষ্টির সম্ভাবনা কম। সেই দিন আসতে এখনও দিন দুই তিনেক লাগতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। স্বস্তি মিলতে পারে রোববার অথবা সোমবার। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়