শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০১:১৭ রাত
আপডেট : ১১ মে, ২০১৯, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে ‘প্রতারক’ গালি খাওয়ার জন্য প্রস্তুত আছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনার এক বছর কেটে গেছে। ১২ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও ক্যামেরন ব্যানক্রফট এখন ইংল্যান্ডেই আছেন, খেলছেন কাউন্টিতে। তাকে এর মাঝেই ব্রিটিশ অভ্যর্থনা দিয়েছে স্থানীয় দর্শকেরা। তবে আসল অভ্যর্থনা অপেক্ষা করছে অস্ট্রেলিয়া দলের জন্য। অস্ট্রেলিয়া দলও সেটা জানে। বল টেম্পারিং সংক্রান্ত সব ধরনের খোঁচা সহ্য করতে প্রস্তুত হয়েই ইংল্যান্ডে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের জন্য ওয়ার্নারের যে ছবিটি অফিশিয়ালি ছাপা হয়েছে সেটায় একটু পরিবর্তন এনেছে ব্রিটিশ সমর্থকেরা। জার্সির যে অংশে অস্ট্রেলিয়া লেখা থাকে সেখানে বার্মি আর্মি লিখে দিয়েছে ‘প্রতারক।’ বার্মি আর্মির টুইটে মিচেল স্টার্ক ও নাথান লায়নের হাতেও স্যান্ড পেপার (শিরীষ কাগজ) ধরিয়ে দেওয়া হয়েছে।

কোচ জাস্টিন ল্যাঙ্গারও জানেন চিরপ্রতিদ্বন্দ্বীদের অপ্রস্তুত করতে সব ধরনের ব্যবস্থাই নেবে ব্রিটিশরা। ল্যাঙ্গার অবশ্য এসব ঝড়ঝাপটা সামলানো নিয়ে বেশি মাথা ঘামাতে চান না, ‘আমরা এসবের জন্য প্রস্তুত। প্লেন থেকে নামার পরই যদি আমাদের ওপর ঝড় শুরু হয়, তবু আমরা প্রস্তুত থাকব। বিশ্বকাপে হয়তো ভিন্নভাবে শুরু হবে কিন্তু একবার অ্যাশেজ শুরু হলেই প্রচুর মন্তব্য শোনা যাবে।’

নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। দারুণ এক আইপিএলের পর প্রথম ম্যাচেও ওয়ার্নার ভালো শুরু করেছিলেন। কিন্তু পরের দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন। স্টিভ স্মিথ অবশ্য ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে টানা দুই ম্যাচে ৮৯ ও ৯১ রান করেছেন। স্মিথের ফর্মে ফেরার আভাস ল্যাঙ্গারকে স্বস্তি দিচ্ছে, ‘এটা দলের জন্য ভালো।

সত্যি বলছি আমার মনে হয় না এর চেয়ে ভালো অবস্থানে থাকা সম্ভব। এটা অনেকটা ফাস্ট বোলিংয়ের মুখোমুখি হওয়ার মতো। আপনি ভয় পেতেই থাকবেন, ভয় পেতেই থাকবেন কিন্তু একবার ব্যাট করতে নামলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। ফাস্ট বোলিং মুখোমুখি হওয়ার জন্য সবচেয়ে বাজে সময় হলো আগের রাতের ঘুমের সময়টা (ম্যাচের সময় না)। স্মিথ ও ওয়ার্নারের ফেরা নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওরা কোনো ঝামেলা ছাড়াই মানিয়ে নিয়েছে।’

ওয়ানডেতে ২০১৮ সাল খুব বাজে কাটিয়েছে অস্ট্রেলিয়া। সে ধাক্কা সামলে দলটি এখন টানা আট ম্যাচ অপরাজিত। ভারত ও পাকিস্তানকে উপমহাদেশের উইকেটেই টানা আট ম্যাচ হারিয়েছে অস্ট্রেলিয়া। এর পর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে তিন ম্যাচের দুটোতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

ল্যাঙ্গারের কাছে অবশ্য অনুশীলন করতে পারাটাই মূল বিষয়, ‘আমার মূল দুশ্চিন্তা ছিল পাকিস্তান সিরিজের পর এক মাস বিরতি ছিল। ঘাম ঝড়ানো এক গ্রীষ্মের পর ছেলেরা ক্লান্ত ছিল কিন্তু আমরা অনেক ম্যাচ খেলে অভিজ্ঞ এবং সবার মধ্যে আত্মবিশ্বাস ছিল। আমরা এ নিয়ে কাজ করছি। এ কারণেই আমরা প্রস্তুতি ম্যাচগুলো খেলছি।’ প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়