শিরোনাম

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ১০:৪১ দুপুর
আপডেট : ১০ মে, ২০১৯, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনা না কমলে সরকারের উন্নয়ন সফল করতে পারবো না, ইলিয়াস কাঞ্চন

আসিফ হাসান কাজল : জাতিসংঘের টার্গেট অনুযায়ী, ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনতে হবে। যদি তা করতে না পারি তাহলে সরকারের যে উন্নয়ন তা কখনও সফল করতে পারবো না।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন শুক্রবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ সড়ক চাই আন্দোলন আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এই জীবন একটাই, পৃথিবীতে আমরা একবারের জন্য এসেছি। আমাদের ভুলের কারণে কিংবা কারও ভুলের কারণে, কারও অবহেলা বা অদক্ষতার কারণে আমাদের জীবন রাস্তার মধ্যে চলে যাক এটা কোনোভাবেই কাম্য হতে পারে না।’

মানববন্ধনে উপস্থিত লোকজনের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমরা নিয়ম মেনে রাস্তায় চলবো। আমাদের জীবন যেন সড়কে চলে না যায়, আমরা যেন পঙ্গুত্ববরণ না করি সেই দিকে সচেতন হবো। রাস্তায় যখনই আমরা কোনও অনিয়ম দেখবো তখনই তার প্রতিবাদ করবো।’ মানববন্ধনে নিরাপদ সড়ক চাই আন্দোলনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়