শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০৬:৩০ সকাল
আপডেট : ১০ মে, ২০১৯, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালী বরাবর যুদ্ধজাহাজ পাঠানোর হুঁশিয়ারি মার্কিন জেনারেলের

আব্দুর রাজ্জাক : বৃহস্পতিবার এ হুঁশিয়ারি দেন মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর তত্ত্বাবধানকারী কমান্ডার ভাইস এডমিরাল জিম মালয়। তিনি বলেন, ‘মার্কিন গোয়েন্দারা ইরানি হুমকির কথা বলছেন। কিন্তু কোনো বাধাই হরমুজ প্রণালীতে যুদ্ধবিমানবাহী জাহাজ মোতায়েন থেকে আমাকে রুখতে পারবে না।’ রয়টার্স

জিম মালয় আবর উপসাগরে বাহরাইন ভিত্তিক মার্কিন পঞ্চম নৌবহরের তত্ত্বাবধান করেন। তার তত্ত্বাবধানকৃত এলাকার মধ্যেই রয়েছে বিশ্বব্যাপী তেল সরবরাহে ব্যবহৃত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। কিন্তু সম্প্রতি মার্কিন রোষানলে পড়ে তা বন্ধের হুমকি দেয় ইরান। যদিও সেখানে মার্কিন পঞ্চম নৌবহর যুদ্ধবিমানবাহী জাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন মোতায়েন করা হবে কিনা তা জিম মালয় স্পষ্ট করেননি।

সম্প্রতি ইরানের হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও বোমারু বিমান মোতায়েনের ঘোষণা দেন ট্রাম্প। তার এই ঘোষণা দ্রুত বাস্তবায়নের অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকনকে ইতোমধ্যেই সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে মোতায়েন করা হয়েছে।

জিম মালয় বলেন, ‘যদি ইউএসএস আব্রাহাম লিংকনকে হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরে ঢুকাতে হয় তাহলে আমি তা করবো। আমি এই জাহাজটি মধ্যপ্রাচ্যের যেকোনো স্থানে মোতায়েনের ক্ষেত্রে কোনোরকম চ্যালেঞ্জ, বাধা বা বিধিনিষেধ মুক্ত।’ তবে মার্কিন গোয়েন্দাদের তথ্যকে ‘ভুয়া’ আখ্যায়িত করে কোনোরকম উত্তেজনার কথা অস্বীকার করেছে ইরান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়