শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ১১:০৬ দুপুর
আপডেট : ১০ মে, ২০১৯, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা উঠতেই ভারতে আবারও এক নম্বরে টিকটক

সালেহ্ বিপ্লব :  ভারতে আবার এক নম্বরে টিকটক। আদালতের নির্দেশে সম্প্রতি ভারতে টিকটক নিষিদ্ধ হয়েছিলো। সম্প্রতি নিষেধাজ্ঞা ওঠে গেলে প্লে স্টোর আর অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছিলো এই অ্যাপ। কদিন পার না হতেই এবার ভারতে বিনামূল্যে ডাউনলোড হওয়া অ্যাপ এর তালিকায় আবার এক নম্বরে পৌঁছে গেছে টিকটক। এনডিটিভি

প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে টিকটক ডাউনলোড করলে বিশেষ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিলো কোম্পানি। সোশ্যাল মিডিয়ায় #ReturnofTikTok মাইক্রো সাইট শেয়ার করলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে চিনের কোম্পানিটি।

গত মাসের শুরুতে মাদ্রাজ হাই কোর্ট ভারতে টিকটক ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছিল। এর পর থেকেই প্লে স্টোর আর অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছিলো না। আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পর আবার এই দুই মার্কেটপ্লেসে ফিরে আসে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপটি।

ডাউনলোড শুরু হওয়ার পরে নতুন গ্রাহক টানতে এক অফার নিয়ে হাজির হয়েছে টিকটক। যে সব গ্রাহক বিশেষ মাইক্রো সাইটের লিঙ্ক শেয়ার করবেন এরকম ভাগ্যবান তিন গ্রাহককে প্রতিদিন এক লক্ষ টাকা দিচ্ছে টিকটক। এই অফার ১৬ মে পর্যন্ত অফার চলবে।

এতো জনপ্রিয় এই ভিডিও অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিলো কেনো? ঘটনা হলো, শুধু বিনোদনের জন্যই যে মানুষ এই ভিডিও অ্যাপ ব্যবহার করছেন, এমন নয়। নানাভাবে এর অপব্যবহার করছে। এই অ্যাপের মাধ্যমে কোথাও শিশুদের নিয়ে অশ্লীল ভিডিও তৈরি হচ্ছে। এমনকী, ভিডিওতে মশকরা সহ্য করতে না পেরে গত বছর এক ব্যক্তি আত্মঘাতীও হয়েছিলেন। যদিও টিকটক-এর পক্ষ থেকে জানানো হয়েছিলো, যাতে এর কোনও অপব্যবহার না হয়, তার জন্য সদা সচেষ্ট থাকবে সংস্থাটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়