শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০৭:০৯ সকাল
আপডেট : ১০ মে, ২০১৯, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সপ্তম রমজান জেলে কাটাচ্ছেন মিসরের ‘প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট’

ডেস্ক রিপোর্ট  : টানা সপ্তম রমজান কারাগারে কাটাচ্ছেন মিসরের প্রথম গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মস মোরসি। তার পরিবার জানিয়েছে, তার এই রমজান কাটবে নির্জন কারাবাসের মধ্য দিয়ে। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক বছরের মাথায় ২০১৩ সালে, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বাধীন এক রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন মোরসি। এরপর থেকেই কারাগারে রয়েছেন সাবেক এই মিসরিয় প্রেসিডেন্ট। চলতি বছর কারাগারে তার সপ্তম রমজান পূর্ণ হতে চলেছে। উল্লেখ্য, মিসরে নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন মোরসি। তাকে ক্ষমতাচ্যুত করে তার আসন গ্রহণ করেন সিসি।

গত রোববার (৬ মে) মোরসির পরিবার জানিয়েছে, তাকে বর্তমানে নির্জন কারাবাসে রাখা হয়েছে।

এটা তাকে বন্দিদশার শর্ত-বিরোধী। ইচ্ছাকৃতভাবেই এমনটা করা হচ্ছে।

এদিকে, মোরসি বন্দি হওয়ার কয়েক বছর পর গ্রেফতার করা হয় তার সন্তান ওসামাকেও। এই বছর কারাগারে তার তৃতীয় রমজান পূর্ণ হতে চলেছে। বাবার সমর্থনে কথা বলায় তাকে গ্রেফতার করা হয়। তাকেও নির্জন কারাবাসে রাখা হয়েছে।

মোরসির পরিবার আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি মিসর সরকারের মানবাধিক লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে, মোরসির পরিবারের দেওয়া বিবৃতির জবাবে কোনো মন্তব্য করেনি মিসর সরকার।

মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়