শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০৬:১৬ সকাল
আপডেট : ১০ মে, ২০১৯, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানের দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলা ট্রিবিউন : দুর্নীতি, দায়িত্বে অবহেলা, অনিয়মসহ বিভিন্ন অভিযোগে দুই কর্মকর্তা ও দুই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে এ চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তারা হলেন, বিমানের উপ মহাব্যবস্থাপক বাণিজ্যিক আতিক রহমান চিশতী (পি-৩৬৩৪১), হিসাব তত্ত্বাবধায়ক মো. সাজেদুল হক (জি-৫০৯৫৯), অপারেটর (জিএসই) মো. আবুল হোসেন (পি-৩৬৬৯৪), অপারেটর (জিএসই) মো. নিজামুল ইসলাম (জি-৫০৩২৬)।

সূত্র জানায়, গত ২৯ এপ্রিল বিমানের উপ-মহাব্যবস্থাপক বাণিজ্যিক আতিক রহমান চিশতীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে নোটিশ দেওয়া হয়। ‍বিমান প্রশাসনের তদন্ত শাখার ব্যবস্থাপক (প্রশাসন) তালুকদার মিজানুর রহমান ওই নোটিশটিতে স্বাক্ষর করেছেন। নোটিশে বলা হয়, আতিক রহমান চিশতীর বিরুদ্ধে আনীত অভিযোগ ২০১৮ সালের ২৫ অক্টোবর তদন্ত করা হয়েছে। এরপর তদন্ত প্রতিবেদন অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে ৭ হাজার ৯০ ইউএস ডলার বিমানের ফান্ডে জমা দিয়ে তদন্ত শাখায় রশিদ জমা দিতে বলা হয়েছে। এ অর্থ জমা না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিমান।

এদিকে বিমানের হিসাব তত্ত্বাবধায়ক মো. সাজেদুল হককে শাস্তি হিসেবে পদাবনতি করা হয়েছে। গত ৭ এপ্রিল ‍বিমান প্রশাসনের তদন্ত শাখার ব্যবস্থাপক (প্রশাসন) তালুকদার মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শাস্তি হিসেবে তাকে হিসাব তত্ত্বাবধায়ক থেকে হিসাব সহকারী হিসেবে পদাবনতি করা হয়েছে। একই সঙ্গে তাকে দায়িত্ব পালনে আরও যত্নশীল হতে পরামর্শ দেওয়া হয়।

২৯ এপ্রিল পৃথক দুটি আদেশে অপারেটর (জিএসই) মো. আবুল হোসেন ও অপারেটর (জিএসই) মো. নিজামুল ইসলামের ‍বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ‍বিমান প্রশাসনের তদন্ত শাখার ব্যবস্থাপকের (প্রশাসন) স্বাক্ষরিত চিঠিতে উভয়কে একই ধরনের আর্থিক শাস্তি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বিমানের আর্থিক ক্ষতি করায় মো. আবুল হোসেনের বেতন থেকে পরবর্তী ২৪ মাসে ২৫ হাজার ৬৮৭ টাকা ও ১ হাজার ৫৯২ ইউরো কেটে রাখা হবে। সমান শাস্তি পেয়েছেন নিজামুল ইসলামও। দুজনকে তিরস্কারের পাশাপশি ভবিষ্যতে দায়িত্ব পালনে যত্নশীল হতে পরামর্শ দেওয়া হয়।

দুদক সূত্রে জানা গেছে, বিমানের ১৪৭ জনকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে। দুদকের অনুসন্ধান ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এই ১৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি উঠে এসেছে। গত ৩ ফেব্রুয়ারি সচিবালয়ে ওই প্রতিবেদন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর কাছে জমা দেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।

দুদকের প্রতিবেদনের পর বিমানের দুর্নীতি নিয়ে মাঠে নেমেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এএম মোসাদ্দিক আহমেদকে ৩০ এপ্রিল দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল। বিমানের পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২ মে সদ্য সাবেক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসাদ্দিক আহমেদ, বিমান শ্রমিক লীগ সভাপতি মশিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের ১৪৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দিয়েছে দুদক। তাদের বিষয়ে ব্যবস্থা নিতে ২ মে পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) চিঠি পাঠানো হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক বলেন, ‘বিমানকে ঢেলে সাজানো হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে বিমানের চেহারা বদলে যাবে। এ অর্থবছরে বিমান লোকসান করবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়