শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০১:৪৬ রাত
আপডেট : ১০ মে, ২০১৯, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরার মাটিয়াডাঙ্গা বাজারে মুক্তিযোদ্ধা মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন

আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার মাটিয়াডাঙ্গা বাজারে মুক্তিযোদ্ধা মার্কেটের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা বাজারে উক্ত নির্মান কাজের উদ্বোধন করা হয়। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে এ সময় আরো উপস্থিত ছিলেন, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান (বাবু সানা), জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, পৌর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স জর্জ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান প্রমুখ। সিসিআরআইপি প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সাতক্ষীরার বাস্তবায়ণে ৫১ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যযে উক্ত মুক্তিযোদ্ধা মার্কেট নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি এমপি রবি বলেন, উন্নয়নের ছোঁয়ায় আমার নির্বাচনী এলাকার মানুষকে শান্তি ও স্বস্তিতে রাখতে চাই। রাস্তা-ঘাট, স্কুল কলেজ, বিদ্যুৎ, হাট-বাজারসহ সকলক্ষেত্রে উন্নয়নের ছোয়া দিতে চাই। সাতক্ষীরা সদর উপজেলা হবে উন্নয়নের রোল মডেল। ১৪টি ইউনিয়ন ও পৌরসভার কোন জায়গা উন্নয়নে বঞ্চিত থাকবেনা। জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি এ সময় সকলের সহযোগিতা কামনা ও জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়