শিরোনাম

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ০১:০৯ রাত
আপডেট : ১০ মে, ২০১৯, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেশি দামে মাংস বিক্রির অভিযোগে ১০ ব্যবসায়ীকে জরিমানা

সুজন কৈরী : নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর সবুজবাগ ও মেরাদিয়াসহ বিভিন্ন এলাকার ১০ ব্যবসায়ীকে ৪১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিয়ান চালায় সংস্থাটি। এপিবিএন-১ এর সহযোগীতায় অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা রহমান ও ইন্দ্রানী রায়।

ভোক্তা অধিকার অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, অভিযানকালে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় সবুজবাগের এলাহী মাংস হাউসকে ৩ হাজার, রূপসী বাংলা গোস্ত বিতানকে ৩হাজার, সন্দ্বীপ গোশতের দোকানকে ৩হাজার, মায়ের দোয়া গোস্ত বিতানকে ৩হাজার, বকুলের গোস্ত দোকানকে ৩ হাজার, মোতালেবের গোশতের দোকানকে ৩হাজার, আলমের গোস্তের দোকানকে ৫হাজার, মাশাল্লাহ গোস্ত বিতানকে ৩হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দেশি সুপার শপ অ্যান্ড ফার্মাকে ১৫হাজার এবং জয়নাল স্টোরকে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে মেরাদিয়া এলাকায় অভিযানকালে বেশি দামে গরুর মাংস বিক্রিতা পালিয়ে যাওয়ায় কবির নামের একজন মাংস ব্যববাসয়ী। পরে তাকে না পেয়ে দোকান থেকে ১মণ মাংস জব্দ করে এতিমখানায় দান করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ বিষয়ে অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক (উপ সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাম নির্ধারণ করে দেয়া হলেও কতিপয় ব্যবসায়ী তা না মেনে বেশি দামে মাংস বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে কবিরের মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় কবির দোকান থেকে পালিয়ে যায়। অধিদফতরের লোকজন দীর্ঘ সময় অপেক্ষা করলেও কবির আসেনি। পরে দোকান থেকে এক মণ মাংস জব্দ করে আশপাশের তিনটি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়