শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১০ মে, ২০১৯, ১২:৫৪ দুপুর
আপডেট : ১০ মে, ২০১৯, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মজুরি কমিশন, বকেয়া বেতনসহ ৯ দফা দাবি ডেমরায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ অব্যাহত

বশির উদ্দিন, ডেমরা প্রতিনিধি : নগরীর ডেমরায় বকেয়া বেতন পরিশোধসহ ৯ দফা দাবিতে পাটকল শ্রমিকদরে অবরোধ কর্মসূচী অব্যাহত রয়েছে। আন্দোলনের চতুর্থ দিনে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ রাখে। তবে সহিংসতা ছাড়াই শান্তিপূর্নভাবে অবরোধ চলেছে। এদিকে প্রচন্ড গরমে ক্ষুধার্থ ও রোজাদার শ্রমিকদের উপস্থিতি পর্যায়ক্রমে কমে আসছে বলে লক্ষ্য করা গেছে। এদিন খণ্ড খণ্ড ভাবে দেড় থেকে ২শ’ শ্রমিকের উপস্থিতি দেখা গেছে।

ঘটনাস্থলে শ্রমিকরা জানান, আমারা গরীব-অসহায় বলে আমাদের দিকে পাটকল কর্তৃপক্ষের কোন নজরদারি নেই। কিন্তু আমাদের ঘাম-রক্তের কামাই কিছুতেই নষ্ট হতে দেবোনা। যত দিনই লাগুক আমরা আন্দোলন অব্যাহত রাখব। প্রয়োজনে রাস্তায় জীবন দেবো, কারণ এমনিতেই আমরা মরে গেছি। এখন আর মৃত্যুর ভয় নেই।

বিক্ষুব্ধ শ্রমিকরা বিজেএমসিকে দোষারোপ করে বলেন, বিজেএমসি’র লোকজন পাটকলগুলোকে লুটে পুটে খেয়েছে বলে এখন শ্রমিকের মজুরি পরিশোধ করতে পারছেনা সরকার। সরকার সঠিকভাবে তদন্ত করলেই পাটকলের দুর্নীতির রহস্য বের হয়ে যাবে। আর পাটকলের টাকা আত্মসাতকারীদের আইনের আওতায় আনা হোক।

এদিকে সরাদিন ডেমরায় যানবাহন চলাচল বন্ধ থাকায় পথচারী, অফিসগামী মানুষ, শিক্ষার্থীরাসহ স্থানীয়দের দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়