শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ০৯ মে, ২০১৯, ১১:৫৯ দুপুর
আপডেট : ০৯ মে, ২০১৯, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিপিএলে পোলার্ডের নতুন দল নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পেলার্ড। তার দল মুম্বাই প্রথম দল হিসেবে ফাইনালে চলে গেছে। এই তারকা ক্রিকেটার তার দেশের লিগ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন দলে যোগ দিয়েছেন। ঘরের দল ত্রিনবাগো নাইট রাইডার্স মার্কি প্লেয়ার হিসেবে তাকে দলে ভিড়িয়েছে। সিপিএলের আগামী আসরে নাইট রাইডার্সের হয়ে খেলবেন ত্রিনিদাদ এবং টোবাগোর এই ক্রিকেটার।

প্রথমবারের মতো পোলার্ডকে দলে পেয়ে বেশ উৎফুল্ল দলটি, জানিয়েছেন দলের পরিচালক ভেঙ্কি মাইশরি। প্রদেশটির বাকি ক্রিকেটারদেরও দলে ভেড়ানোর সর্বাত্মক চেষ্টায় রয়েছে নাইট রাইডার্স।

ভেঙ্কি মাইশরি বলেন, ‘পোলার্ডকে ঘরে ফিরে পেয়ে আনন্দিত আমরা, ত্রিনিদাদের ছেলে ঘরে ফিরিয়ে আনার প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আমরা দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য মুখিয়ে আছি যখন সেপ্টেম্বরের ৪ তারিখ আমাদের উদ্বোধনী ম্যাচে তারা পোলার্ডকে মাঠে নামতে দেখবে।’

২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিপিএলে বার্বাডোস ট্রাইডেন্সের হয়ে খেলেছেন পোলার্ড। ২০১৮ সালের সিপিএলে সেন্ট লুসিয়া স্টার্সের হয়ে খেলেছিলেন তিনি। এবার ঘরের দলের হয়ে মাঠ মাতাবেন এই ক্যারিবিয়।

৪৭৪ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে পোলার্ডের। ১৫০ স্ট্রাইক রেটে ছয় হাজারেরও বেশি রান রয়েছে তার নামের পাশে। বল হাতে ২৬১ উইকেট নিয়েছেন তিনি।

উল্লেখ্য, আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিপিএলের এবারের আসর। অক্টোবরের ৮ তারিখ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়