শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৯ মে, ২০১৯, ০৮:৪০ সকাল
আপডেট : ০৯ মে, ২০১৯, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেম ও সাম্যের প্রেরণায় টরন্টোয় কবি নজরুল জাগরুক

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে, তরুণ-প্রবীণের অভাবনীয় এক সম্মিলনে টরন্টোয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হয়েছে। সেখানে তার সাহিত্যকর্ম নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা ও কবিতা আবৃত্তি ছিল অনুপ্রেরণার অনুষঙ্গ। সম্প্রতি বাঙালি অধ্যুষিত ডেনফোর্থ এলাকার অ্যাকসেস পয়েন্ট অডিটরিয়ামে তেমন একটি জনাকীর্ণ আসর বসে। এতে দেশে-বিদেশে তার সাহিত্যকর্মের প্রসারে ব্যাপক সামাজিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন বাংলা একাডেমির সাবেক পরিচালক ফজলে রাব্বি এবং তার প্রত্যাশা এই টরন্টো থেকেই যেন সে আন্দোলনের স্ফূরণ ঘটে।

অন্যদের মাঝে কবি নজরুলের সাহিত্যকর্মের ইংরেজি ভাষান্তর প্রচারের প্রাসঙ্গিকতায় উদ্ধৃতিপূর্ণ প্রাঞ্জল বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক ও গ্রন্থাকার ড. তাজ হাশমী। পাশাপাশি তাতে বক্তৃতা ও আবৃত্তিতে কবি নজরুলের প্রেম-বিদ্রোহ-সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অত্যুজ্জ্বল দিকগুলো তুলে ধরেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোবারক হোসেন ভূঁইয়া, ড. নাসিমা আখতার, নূরুল ইসলাম, জহুরুল ইসলাম এফসিএ, শিক্ষাবিদ মাহমুদা নাসরিন, সাংবাদিক মোহাম্মদ আলী বোখারী, কলামিস্ট ফায়জুল হক সিসিপি, ডা. সুমাইয়া সাহরাত দিবা, ফারহানা মোতাহের, নাজিম শাফি খান, কাজী শাফায়েতুল ইসলাম, বিলকিস বেগম, প্রকৌশলী সিরাজ ইকবাল, মিজানুর রহমান চৌধুরী, কাজী সুমন মালিক, জিলজানাইন জায়গীরদার, আবদুল বাসেত প্রমুখ।

এতে জাকিয়া রেজওয়ানের তত্ত্বাবধানে কবি নজরুলের কবিতা সংবলিত চিত্তাকর্ষক পোস্টার সকলকে মুগ্ধ করে। এছাড়াও উপস্থিত তরুণ প্রজন্মকে কবি নজরুলের সাহিত্যভান্ডার সংগ্রহ, সংরক্ষণ, প্রচার ও প্রতিষ্ঠায় প্রতীকি দায়িত্ব হিসেবে বিশিষ্ট লেখিকা রুমানা চৌধুরী রচিত ‘নজরুল ভাবনা’ ও তার অনুদিত ইংরেজি ‘পয়েমস অব নজরুল ইসলাম’ গ্রন্থ দুটি হস্তান্তর করেন অন্যতম উদ্যোক্তা নূরুল ইসলাম। পাশাপাশি ড. নাশিদ কামালের ‘বাজলো কিরে ভোরের সানাই’ ভিডিও গান প্রদর্শনের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি ঘটে, যাতে সার্বিক সহযোগিতা জুগিয়েছেন প্রকৌশলী মাহবুবুল আলম ও এএনএম ইউসুফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়