শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৯ মে, ২০১৯, ০৭:২৯ সকাল
আপডেট : ০৯ মে, ২০১৯, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার বিস্ফোরণে পরিবার হারিয়েছে দুশোরও বেশি শিশু

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার বিস্ফোরণে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের অনেকেই পরিবারের একমাত্র ও প্রধান রোজগার করা সদস্য ছিলেন৷ সেই সব পরিবার এখন প্রায় মৃত্যুর পথে৷ কারণ তাদের আর্থিক সামর্থ্য নেই, লোক বল নেই৷ অনেকেই এমনভাবে আহত হয়েছেন, যে তাঁদের পক্ষে আর কোনওদিনও কাজে যোগ দেওয়া সম্ভব নয়৷ কারণ তাঁরা পঙ্গু হয়ে গিয়েছেন৷ রাষ্ট্রের একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন এলাকা ঘুরে এই রিপোর্ট তৈরি করেছে। - কলিকাতা24

রিপোর্ট বলছে ইস্টার সানডেতে শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণে ২০০-রও বেশি শিশু তাদের পরিবারকে হারিয়েছে৷ ফলে অনাথ আশ্রমে দিন কাটছে তাদের৷ রিপোর্টে  তারা বলেন, কি তাদের ভবিষ্যত জানা নেই৷ সামনে শুধু অন্ধকার৷ কারণ তাদের সঙ্গে তাদের পরিবার নেই

এদিকে, বুধবারই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সতর্ক করেছেন যে আবারও হামলা হতে পারে দেশে৷ তিনি বলেন, আইএস-এর আরও হামলার আশঙ্কা রয়েছে। শ্রীলঙ্কার ইস্টারে বোমা হামলাকারীদের অধিকাংশের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে তদন্তকারীরা।

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জানান, আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তাদের ধরতে সক্ষম হয়েছে সরকার। এই হামলার পর নতুন সন্ত্রাসবিরোধী আইন চালু করার পরিকল্পনা চলছে শ্রীলঙ্কায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়