শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৯ মে, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ০৯ মে, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে আশঙ্কাজনকহারে বেড়েছে মদ্যপান, শীর্ষে চীন ও ভারত

লিহান লিমা: দ্য ল্যানচেটের নতুন এক সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বজুড়ে অ্যালকোহলের পানের পরিমাণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৭ বছরে বিশ্বজুড়ে অ্যালকোহল পানের পরিমাণ বেড়েছে ৭০ শতাংশ। ১৯৯০ সালের তুলনায় ২০১৭ সালে প্রাপ্তবয়স্করা ১০ শতাংশের বেশি অ্যালকোহল পান করছেন। ইউএসএ টুডে, দ্য ল্যানচেট।

সমীক্ষায় সতর্ক করে বলা হয়, এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী এক দশকে অ্যালকোহল পানের পরিমাণ আরো ১৭ শতাংশ বৃদ্ধি পাবে এবং ২০৩০ সাল নাগাদ বিশ্বের অর্ধেক প্রাপ্তবয়স্ক অ্যালকোহল পান করবেন। বিশ্বজুড়ে ১৮৯টি দেশের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা প্রকাশ করা হয়।

সমীক্ষার লেখক জার্মানির ড্রেসডেন টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যাকব ম্যানথি বলেন, ১৯৯০ সালের পূর্বে উচ্চ আয়ের দেশগুলোতেই বেশি অ্যালকোহল পান করা হত, তখন অ্যালকোহল পানের সর্বোচ্চ রেকর্ড ছিলো ইউরোপে। কিন্তু এই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটেছে। ২০১৭ সালে পূর্ব ইউরোপ ও চীনসহ মধ্যআয়ের দেশ ভারত ও ভিয়েতনামে অ্যালকোহল পানের পরিমাণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালে হিসেবে ভারতে ৪০ থেকে ২২ ভাগ নারী-পুরুষ অ্যালকোহল পান করেন, এই সংখ্যা ১৯৯০ সালের তুলনায় দ্বিগুণ। চীনে একজন পুরুষ গড়ে ১১ লিটার ও একজন নারী ৭ লিটারের বেশি অ্যালকোহল পান করেন। সবচেয়ে কম অ্যালকোহল পানের হার উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের নি¤œ আয়ের দেশগুলোতে।

ম্যানথি বলেন, এই বিশ্ব ক্ষতিকর অ্যালকোহল পান হ্রাসের বৈশ্বিক লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারছে না। এই সময় গবেষকদল অ্যালকোহল পানের পরিমাণ হ্রাসে এর বিজ্ঞাপন নিষিদ্ধসহ উচ্চমাত্রার করারোপের আহ্বান জানান। প্রসঙ্গত, ২০২৫ সাল নাগাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকর অ্যালকোহল পানের পরিমাণ ১০ শতাংশ হ্রাস করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। হু জানায়, বিশ্বজুড়ে প্রতিবছর ২০০’র বেশি রোগ ও ৩০ লাখেরও বেশি মৃত্যুর জন্য দায়ী অ্যালকোহল। যাদের মধ্যে ৭৫ ভাগই পুরুষ। সমীক্ষায় উঠে আসে, বিশ্বজুড়ে ২৩ কোটি ৭০ লাখ পুরুষ ও ৪ কোটি ৬০ লাখ নারী অ্যালকোহল জনিত রোগে ভোগেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়