শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৮ মে, ২০১৯, ০৩:০৬ রাত
আপডেট : ০৮ মে, ২০১৯, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল চুরির অভিযোগে হল ছাড়া ছাত্রলীগ নেতা!

সাজিয়া আক্তার : মোবাইল চুরির অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে হল থেকে বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে। বাংলা

ছাত্রলীগের কৌশিক রহমান শিমুল নামের ওই নেতার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-জাবি শাখার যুগ্ম আহ্বায়ক। বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হলের ৩১২ নং রুমে থাকতেন। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার অনুসারী হিসেবে পরিচিত।

রাত সাড়ে ১২ টার দিকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হলের ৩৩০ নম্বর কক্ষ থেকে ছাত্রলীগ কর্মী ফিরোজ (দর্শন-৪৩ ব্যাচ) এর শাওমি নোট ফাইভ ব্রান্ডের একটি মুঠোফোন চুরি হয়। সন্দেহের ভিত্তিতে কৌশিক রহমানের কক্ষে (হলের ৩১২ নম্বর কক্ষ) খোঁজাখুজি করতে যান ছাত্রলীগের ৫-৬ জন নেতাকর্মী। এসময় তিনি জোর করে কক্ষ থেকে বের হয়ে যান। পরে হলের ওয়াশরুমের কাছে গিয়ে মুঠোফোনটি ফেলে দেওয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এমন ঘটনায় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে রাত আড়াইটার দিকে কৌশিক রহমানকে হল থেকে বের করে দেন।

ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, এরকম কিছু শুনিনি। আমি জানতাম কৌশিক রহমান অসুস্থ্য। তাই তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিলো রাতে। যদি চুরির ঘটনা ঘটে থাকে, তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়