শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ০৬:৫৯ সকাল
আপডেট : ০৬ মে, ২০১৯, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিশাল উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ডেস্ক রিপোর্ট : চতুর্থ ধাপের স্থগিত হওয়ায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল হোসেনকে পরাজিত করে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মতিন সরকার। বাংলাদেশ প্রতিদিন।

রবিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মতিন সরকার আনারস প্রতীক নিয়ে ৫১৯৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের ইকবাল হোসেন পেয়েছেন ৪৬৪৪১ ভোট।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আকন্দ ৪১৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল নয়ন পেয়েছেন ৩২৪৪৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা পেয়েছেন ৪২৭৪৪ ভোট। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিরীন ইসলাম চায়না পেয়েছেন ২৫৭৯১ ভোট।

জানা যায়, ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিষদ নির্বাচন গত ৩১শে মার্চ হওয়ার কথা থাকলে নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল হোসেনের করা রিটের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। উচ্চ আদালতে স্বতন্ত্র প্রার্থী মতিন সরকারের আপিলে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ নির্বাচন করতে আর কোনো বাধা নেই উল্লেখ করে রায় প্রদান করে। এরই প্রেক্ষিতে রবিবার নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য করে নির্বাচন কমিশন।

রবিবার সকাল আটটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। বিচ্ছিন্ন ঘটনা আর প্রিজাইটিং অফিসারের রাতের সিলের কারণে একটি কেন্দ্র স্থগিত হলেও বাকি ১২১টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়।

স্থগিত হওয়া ওই কেন্দ্রের প্রিজাইটিং অফিসারের ব্যালট জালিয়াতির কারণে নিজে ভোট দিতে পারেননি নৌকা প্রার্থী ইকবাল হোসেন। রবিবার ভোররাতে প্রিজাইটিং কর্মকর্তা ফয়জুর রহমান নিজেই মুক্ষপুর ইউনিয়নের সাংকিভাংগা কেন্দ্রে এসব সিল মারেন। পরে সিল মারার প্রমাণ মেলায় ওই প্রিজাইডিং অফিসারকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ভোট শুরুর আগেই ভোট কেন্দ্র স্থগিত করে দেন নির্বাচন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়