শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ০৫:২৮ সকাল
আপডেট : ০৫ মে, ২০১৯, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার দুর্যোগের প্রস্তুতি ভালোভাবে নিলেও সম্পদ রক্ষায় তেমন সফলতার দাবি রাখে না, বললেন দুর্যোগ বিশেষজ্ঞ গওহর নাইম ওয়ারা

কেএম নাহিদ : দুর্যোগ বিশেষজ্ঞ নাইম ওয়ারা বলেন, দুর্যোগ মোকাবেলায় দৃশ্যমান অগ্রগতি দেখলাম, লোকজনকে সাইক্লোন সেল্টারে সরিয়ে নেয়া, মানুষকে ঝড় সম্পর্কে অবগত করা- এসব সরকার ভালোভাবে করেছে। তবে ঝড়ের কবল থেকে মানুষের সম্পদ রক্ষায় সরকারের প্রস্তুতি ভালো ছিলো না। রোববার বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ঝড়টি আমাদের ওপর তেমনভাবে আঘাত করেনি, তার পরও কম পক্ষে আট দশটি এলাকায় পানি ঢুকে মানুষের সম্পদ নষ্ট হলো। সাধারণ মানুষ রাত জেগে বাঁধ পাহারা দিলো । পানি ঢুকে মানুষের যে সম্পদ নষ্ট হলো তা রক্ষাই হলো দুর্যোগের আসল প্রস্তিুত। সেটা করতে সরকার ব্যর্থ হয়েছে।

সরকার বাঁধ নির্মানে অনেক অর্থ বরাদ্দ করে তারপরও কেনো বাঁধগুলোর অবস্থা খারাপ, বিবিসির এই প্রশ্নে উত্তরে নাইম ওয়ারা বলেন , যেখানে বাঁধ দরকার রাজনৈতিক কারণে অনেক সময় সুবিধা দেয়ার জন্য ক্ষমতার কাছাকাছি লোকদের এলাকায় অর্থ বরাদ্দ দেয়া হয়। সেখানে বাঁধ দরকার নেই সেখানে নির্মাণ করা হয়। বাঁধগুলো পুননির্মাণ না করার ফলে জোয়ারের কারণে বাঁধ ভেঙ্গে যায়।

তিনি বলেন, সরকারের অর্থ বরাদ্দ লাগে না, চরফ্যাশনের একটি বাঁধ এলাকার মানুষের উদ্যোগে নির্মাণ করা হয়। যে মানুষ তাদের সম্পদ বাঁচাতে সারারাত জেগে থাকে, তারা উদ্যোগী হয়ে নিজের সম্পদ রক্ষায়, বাঁধ নির্মাণ নিজেরাই করতে পারে। তাই সরকারকে জনগণকে সামনে এসে দুর্যোগ মোকাবেলায় সবাইকে সম্পৃক্ত করা জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়