শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ০৪ মে, ২০১৯, ০৫:২৬ সকাল
আপডেট : ০৪ মে, ২০১৯, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবার সেরা স্বল্পদৈর্ঘ্য ‘প্রতিশোধ’, ‘আগন্তুক’ ও ‘সাহেব বিবি’

আবু সুফিয়ান রতন : প্রথমবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে দেশের সেরা টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোন। নাম ‘রীল হান্ট’। গত বৃহস্পতিবার এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের মধ্যে নোয়া: দ্য স্কাই অব হোপ এর ‘প্রতিশোধ’ চলচ্চিত্রটি প্রথম পুরস্কার জিতে নেয়। উৎসবে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে থ্রি ফিল্মসের, ‘আগন্তুক’ এবং অঙ্কুর ক্রিয়েশনের ‘সাহেব বিবি’।

পুরস্কার দেয়ার এ আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড. মোহাম্মদ হাসান মাহমুদ এমপি। অতিথিদের মাঝে আরও উপস্থিত ছিলেন অভিনেতা ইরেশ যাকের এবং আশফাক নিপুণ।

সম্ভাবনাময় চলচ্চিত্র নির্মাতাদের কাজ দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ করে দিতে এবং দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নের সুযোগ করে দেয়ার লক্ষেই ‘রীল হান্ট’ শিরোনামে এই উদ্যোগ গ্রহণ করে গ্রামীণফোনের ডিজিটাল প্লাটফর্ম ‘হোয়াইটবোর্ড’।

উচ্চাকাঙ্ক্ষী চলচ্চিত্র নির্মাতাদের প্রশিক্ষণ, মেন্টরিং, গ্রুমিং ও তাদের নির্মিত কাজ উপযুক্ত প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকদের কাছে ছড়িয়ে দেয়ার সমন্বিত সুযোগ করে দিয়েছে আয়োজনটি।

প্রতিযোগীতার শুরুতে দল নিবন্ধনের জন্যে বরাদ্দ ১০ দিন সময়সীমার মাঝেই ৬৭৪টি দল তাদের এসাইনমেন্ট জমা দেয়ার মাধ্যমে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। কঠিন বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে বেছে নেয়া হয় ‘বায়োস্কোপ’ প্ল্যাটফর্মের উপযোগী ৩৫টি কন্টেন্ট। নির্বাচিত দলগুলোকে ২০ এপ্রিল সারাদিনব্যাপী আয়োজিত চলচ্চিত্র নির্মাণবিষয়ক বুটক্যাম্পে যোগদানের জন্যে আহবান জানানো হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নির্মাতা গাউসুল আলম শাওন, আশফাক নিপুণ ও রাহাত রহমান।

নির্বাচিত ৩৫ জন অংশগ্রহণকারী ছাড়াও তাদের পুরো দলকেই বিশেষ প্রশিক্ষণ দেয়া হয় এই বুটক্যাম্পে। প্রতিযোগীতার চূড়ান্ত পর্বের অংশ হিসেবে ২৯ ও ৩০ এপ্রিল সবগুলো দল তাদের নির্মিত চলচ্চিত্র বিচারকদের সামনে উপস্থাপন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়