শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৪ মে, ২০১৯, ১২:২২ দুপুর
আপডেট : ০৪ মে, ২০১৯, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রিতে একটা প্যাডের প্যাকেট ধরিয়ে দেওয়াটাই কি স্বাস্থ্য সচেতনতা?

ঐশী বণিক : মাঝেমাঝেই পিরিয়ড নিয়ে এত্ত লেখালেখি দেখি সেখানে সেফটির কথা উল্লেখ আছে, অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার না করে প্যাড ব্যবহারের কথা উল্লেখ আছে কিন্তু এই স্যানিটারি প্যাড গুলোর দাম নিয়ে কথা তুলেছেন এমন লেখা সচরাচর চোখে পরে না। একটা মেয়ের প্রতিমাসের কমপক্ষে ৫ দিন পিরিয়ড এর অসহ্য সময় পাড় করতে হয় সেখানে অনেকের ৭ দিন ও যায়। ডক্টরদের মতে একটা মেয়ের পিরিয়ডের সময় প্রতি ৬ ঘন্টায় অন্তত প্যাড চেঞ্জ করতে হবে, তাহলে প্রতিদিন ২৪ ঘন্টায় মোট ৪ টা প্যাড চেঞ্জ করতে হবে। আর ৫ দিনে ২০ টা প্যাড এবং যাদের ৭ দিন পিরিয়ড থাকে তাদের ২৮ টা প্যাড।

সাধারণ নরমাল প্যাডগুলোতেই ৮ পিসের দাম পরে ৭০-৯০ টাকা আর যেগুলো একটু ভালো মানের সেগুলো ১২০ টাকার মতো পরে আর যেগুলো ১০ পিস আছে সেগুলোর দাম তো ১৫০ এর কাছাকাছি । যাদের পিরিয়ড টাইম ৫ দিন হয় তাদের মাসে প্যাড লাগে ২০ টা। তারা যদি একটু কম দাম দিয়েও প্যাড কেনে তাহলে তাদের প্রতিমাসে ২০০ টাকা লাগে প্যাডের পেছনেই এবং যদি একটু ভালো মানের প্যাড কেনা হয় তাহলে তা গিয়ে ঠেকে ৩০০-৩৫০ টাকায়। আর যাদের পিরিয়ড টাইম পাক্কা ৭ দিন হয় তাদের মোট ২৮ টা প্যাড যায় প্রতি মাসে, তারা যদি একটু কম দামের প্যাড কিনে তাহলে তাদের প্রতিমাসে প্যাডের পেছনে খরচ পরে ৩০০ টাকা আর যদি ভালো মানের কিনে তাহলে তো অবশ্যই ৪০০-৪৫০।

এখন প্রশ্ন হলো এইযে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, নিম্নবিত্ত এদের ফ্যামিলির মেয়েদের কি সামর্থ্য আছে প্রতিমাসে প্যাডের পেছনেই ২০০-৪৫০ টাকা অবধি খরচ করার? যেখানে এই ফ্যামিলি গুলো ৫০০ টাকার বাজারে অনায়াসে ১০ দিন কাটিয়ে দিতে পারে।
তাহলে এই যে পিরিয়ড নিয়ে এত ক্যাম্পেইন, মেয়েদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে এত কিছু, এত লেখালেখি, একটা মেয়ে কেন অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করে, তার কেন ইনফেকশন হয়, একটা প্যাড কেন তারা ১০ ঘন্টা ব্যবহার করে সে ব্যাপারে কথা বলার আগে প্যাডের দামটা কমিয়ে আনাটা কি যুক্তিযুক্ত নয়?

অনেকেই আবার দামের জন্য প্যাড ব্যবহার না করে কাপড় ব্যবহার করা বিশেষ করে গ্রামাঞ্চলে, শহুরে এলাকায় ও অনেক ফ্যামিলিতেই কাপড় ব্যবহারের ঝোঁক দেখা যায় অনেকসময় শুধুমাত্র স্যানিটারি প্যাডের এত দামের কারণে। প্রতিমাসে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করে ফ্রিতে একটা প্যাডের প্যাকেট হাতে ধরিয়ে দেওয়াটাই কি স্বাস্থ্য সচেতনতা?

নারী উন্নয়নে সমাজের এত ভূমিকা তাহলে প্যাডের দাম কি প্রতিমাসে ৫০ টাকার মধ্য হতে পারে? হতে পারে কথাটা অনেকের কাছেই হাস্যকর কিন্তু সমাজের গুটিকয়েক বিত্তবান বাদে কোনো ফ্যামিলি প্রতিমাসে একটা মেয়ের পেছনে এত খরচ করাটাকে নেহাত অতিরিক্ত খরচ মনে করে ( হয়ত কিছু ব্যতিক্রম থাকতে পারে )। এই যে নারীদের এত অগ্রগতি সেটাকে মাথায় রেখেই ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর জায়গায় মেয়েদের স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা উচিত তবে তার আগে পিরিয়ড এর ভয়াবহ দামটা কমিয়ে এনে । তাহলে অন্তত আমাদের ভবিষ্যৎ মায়েদের পিরিয়ড নিয়ে সচেতনতা অনেকটাই বেড়ে যাবে এবং তারা প্যাড ব্যবহারেও আগ্রহী হবে। (ফেসবুক থেকে)

  • সর্বশেষ
  • জনপ্রিয়