শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৩ মে, ২০১৯, ০৪:১৮ সকাল
আপডেট : ০৩ মে, ২০১৯, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ইউপি সদস্যের বাড়ি জোর করে দখলের চেষ্টা

রেজাউল করিম রয়েল : শ্রীনগরে এক শিল্পপতির বিরুদ্ধে সাবেক ইউপি সদস্যের বাড়ি জোর করে দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আজিম হাওলাদার বাদী হয়ে লিনা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি প্রভাবশালী হাজী আ: জব্বার মিয়ার বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আজিম হাওলাদারের লিখত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলার বনগাঁও গ্রামের আরএস ৪৪৯ নং খতিয়ানের ৭৫৪ নং দাগের ৩৫ শতাংশ বাড়ির পৈতৃক ওয়ারিশ সুত্রে মালিক আজিম হাওলাদারের বাবা ৩ চাচা ও ৩ ফুফু। আজিম হাওলাদারের ১ চাচার সম্পত্তি একই গ্রামের শিল্পপতি আঃ জব্বার মিয়া ২০০৫ সালে ক্রয় করে নেন। কিন্তু জব্বার মিয়া তার দলিলে আজিম হাওলাদারের চাচার প্রাপ্ত মালিকানা থেকে বেশী সম্পত্তি লিখে নেন।

বুধবার প্রভাবশালী হাজী আ: জব্বার মিয়ার নির্দেশে পার্শ্ববর্তী বিবন্দী গ্রামের ইউপি সদস্য মিন্টু (৪৫) এর নেতৃত্বে একই গ্রামের শ্যামল (৩৫) বনগাঁও গ্রামের আবু সায়েম(৪০), হান্নান (৪৫), হারুন (৩০) সহ প্রায় ২০/২৫ জন বহিরাগত ভাড়াটিয়া খাম,খুটি নিয়ে আজিম হাওলাদার বাড়ি জবর-দখলের চেষ্টা চালায়। তারা এসময় আজিম হাওলাদারের পরিবারের সদস্যদেরকে বসত বাড়ি ছেরে অন্যত্র চলে যেতে বলে। উপায় না দেখে আজিম হাওলাদার থানায় এসে অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখল বন্ধ করে দেয়।

জায়গা দখলের বিষয়ে মিন্টু মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন, লিনা গ্রুপের চেয়ারম্যান ক্রয় সূত্রে জায়গাটির মালিক হওয়ায় তাকে জায়গাটি মাপ দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা ওখানে গিয়েছি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলীর জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

পরিমাপ করা ছাড়া কেউ ওই জায়গায় কোন খাম,খুটি পুততে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এব্যাপারে লিনা গ্রুপের চেয়ারম্যান আ: জব্বার মিয়ার বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে কল দিলে তার এপিএস কামরুন নাহার জানান তিনি ব্যস্ত আছেন তাই কথা বলতে পারবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়