শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৩ মে, ২০১৯, ০৩:২০ রাত
আপডেট : ০৩ মে, ২০১৯, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবীন্দ্রসংগীত রবীন্দ্রনাথের সৃষ্টিশীল জীবনের এক বিশেষ দিক, বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ইউসুফ আলী বাচ্চু : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাঁর বহুমুখী প্রতিভা ও সৃজনশীলতার মাধ্যমে। বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে তাঁর পদচারণা নেই।রবীন্দ্রসংগীত রবীন্দ্রনাথের সৃষ্টিশীল জীবনের এক বিশেষ দিক। জাতির জনক বঙ্গবন্ধু তাঁর রচয়িত ‘আমার সোনার বাংলা’ গানকে আমাদের জাতীয় সংগীতের মর্যাদা দিয়েছেন।

প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি‘র শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজিত তিনদিনব্যাপী (০২-০৪ মে, ২০১৯) অনুষ্ঠানমালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, পবিত্র মাহে রমজান এর কারণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী‘র মূল জাতীয় অনুষ্ঠান এবার ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা রবীন্দ্রনাথের গানের চর্চায় এদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংগঠন। প্রতিমন্ত্রী এসময় সংস্থাটিকে প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সহাসভাপতি প্রমোদ দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক সালমা আকবর ও পীযূষ বড়ুয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়