শিরোনাম

প্রকাশিত : ০২ মে, ২০১৯, ০৭:৫৬ সকাল
আপডেট : ০২ মে, ২০১৯, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে প্রথাগত রাজনীতির সঙ্গে মিডিয়াও পথ হারিয়েছে, বললেন আফসান চৌধুরী

মঈন শোররফ : লেখক ও গবেষক আফসান চৌধুরী বলেন, ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়েছে। এই ব্যাপকতা এতটাই বেশি যে, রাজনীতি বিশেষ করে দলীয় রাজনীতির ব্যাপারে মানুষের অনাগ্রহ যেমন বাড়ছিলো, সেটা আরো হ্রাস পেলো। গণমাধ্যমেও এর প্রভাব পড়তে শুরু করেছে। প্রথাগত রাজনীতির অবনতির প্রেক্ষিতে মানুষের যে পরিবর্তিত আগ্রহ, তার সাথে গণমাধ্যম সেভাবে খাপ খাইয়ে নিতে পারেনি।

বৃহস্পতিবার সাউথ এশিয়ান মনিটরকে তিনি বলেন, মিডিয়া গতানুগতিক সংবাদ প্রকাশের ব্যাপারে স্বাচ্ছন্দ্য। পাঠকের আগ্রহ বদলালেও এবং রাজনীতির বাইরে তাদের আগ্রহের পরিসীমা বেড়ে গেলেও সে অনুযায়ী মিডিয়া নিজেদেরকে বদলাতে পারেনি। বাংলাদেশের টিভি মিডিয়ায় প্রতিদ্বন্দ্বী অনেক। এর মধ্যে ভারতীয় চ্যানেলও রয়েছে, যাদের বিনোদনমূলক অনুষ্ঠান বিশেষ করে সোপ সিরিয়ালগুলো বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। বহু বিজ্ঞাপনদাতা তাদের মিডিয়া প্রচারণার জায়গা বদলে ভারতীয় চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দিতে শুরু করেছে।
সরকার ভারতীয় মিডিয়ায় বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে, কিন্তু এ ধরনের সংরক্ষণবাদী নীতিমালা বেশি দিন টিকতে পারবে না। শেষ পর্যন্ত বিজ্ঞাপনদাতারা তাদের ব্যাপক গ্রাহকদের কাছে পৌঁছার জন্য একটা উপায় বের করবেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়