শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০২ মে, ২০১৯, ০৪:৩৬ সকাল
আপডেট : ০২ মে, ২০১৯, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদীর জাত নিয়ে রাজনীতিকদের কাদা ছোঁড়াছুড়ি হলেও ভারতে এটি গুরুত্বপূর্ণ ‘অস্ত্র’

নাঈমা জাবীন : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বিরোধী দল- সবখানেই ভারতীয় নেতৃবৃন্দের উত্তপ্ত রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে যেন রয়েছে জাতপাতের ইস্যু। দেশ যখন পঞ্চম ধাপের নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশ করছে, তখন বিষয়টি আবারও স্পষ্ট হয়ে উঠছে। সূত্র : সাউথ এশিয়ান মনিটর

অর্থমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির নেতা অরুন জেটলি সম্প্রতি মোদীকে রক্ষা করার চেষ্টা করেছেন এবং দাবি করেছেন যে, মোদি কখনও জাত-ভিত্তিক রাজনীতিকে প্রশ্রয় দেননি, ঠিক সে সময় রাজনৈতিক সমাবেশে মোদি নিজের ‘আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস’ (ওবিসি) নিয়ে জোরালো বক্তব্য দিলেন। ভারতের রাজনীতিতে জাতকে গুরুত্বপূর্ণ অস্ত্র বিবেচনা করা হয় এবং এটা নিয়ে নির্বাচনের জয় পরাজয়ও নির্ধারিত হয়।

তাছাড়া দেশের যে রাজ্যটি থেকে সবচেয়ে বেশি এমপি নির্বাচিত হয়, সেই উত্তর প্রদেশেও জাত-পাত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই রাজ্যে বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতীর অধীনে শিডিউলড কাস্টের ভোটারদের একটা বড় অংশ রয়েছে। এর আগে তিনি মোদীর বিরুদ্ধে বক্তব্যও দিয়েছেন।

মায়াবতীর বিরুদ্ধে মোদীর জাত নিয়ে ভুয়া মন্তব্যের অভিযোগ এনে পাল্টা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন যে, তিনি শুধু একজন ওবিসি’ই নন, বরং তিনি ‘সবচেয়ে পিছিয়ে পড়া জাতে’ জন্মগ্রহণ করেছেন। উত্তর প্রদেশের কান্নাউজের এক নির্বাচনী সভায় এ মন্তব্য করেন মোদী।
মায়াবতী এবং তার মিত্র সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উভয়েই দাবি করেছেন যে, মোদী আসলে ওবিসি হিসেবে জন্মগ্রহণ করেননি, কাগজে কলমে তিনি ওবিসি মাত্র। জালাউনে এক যৌথ সমাবেশে মায়াবতী ওবিসি ও দলিত ভোটারদের উদ্দেশে বলেন যে, মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তার নিজের ‘অগ্রসর জাত’কে তিনি ওবিসির অন্তর্ভুক্ত করেন।

সম্প্রতি মোদী বলেন যে, তিনি জাত-ভিত্তিক রাজনীতিকে সমর্থন করেন না এবং তার বিরোধীরা জাত নিয়ে প্রশ্ন তোলার কারণেই কেবল দেশের লোকজন এখন এই বিষয়টি শুনছে।

তবে কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র বলেছেন যে, তার দল কখনই মোদীর জাত নিয়ে প্রশ্ন তোলেনি। তিনি বলেন, ‘আমি এখনও জানি না যে, প্রধানমন্ত্রী কোন জাতের’।

আরেকটি বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দলও এই আলোচনায় যোগ দিয়েছে। বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব এই টুইটে বলেছেন: ‘২০ এপ্রিল আমি বলেছি যে, নরেন্দ্র মোদীজি নিজেকে ভুয়া ওবিসি হিসেবে তুলে ধরার পর দেখাবেন যে সবচেয়ে পিছিয়ে পড়া জাত থেকে তিনি এসেছেন এবং তিনি সেটাই করেছেন’।

ভারতের সাত ধাপের সাধারণ নির্বাচনে জাত আর ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই ধারণা করা যায়। আর এভাবেই রাজনৈতিক দলগুলোও তাদের প্রচারণায় জাতের বিষয়টির ব্যবহার অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়