শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০২ মে, ২০১৯, ০৪:৩৪ সকাল
আপডেট : ০২ মে, ২০১৯, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি, নিহত ২

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের আবারও শিক্ষা প্রতিষ্ঠানে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ক্যারোলিনা অঙ্গরাজ্যের প্রধানতম শহর ক্যারলোটেতে অবস্থিত নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিস্তল নিয়ে হামলা চালিয়ে দুইজনকে হত্যা করেছে এক যুবক। হামলায় আহত হয়েছে আরো চারজন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

|হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ক্যাম্পাস পুলিশ এবং তারা হামলাকারীকে আটক করে। তবে তার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। সন্দেহভাজন ওই হামলাকারীর নাম ট্রিস্টান অ্যান্ড্রু টেরেল, বয়স ২২। পুলিশ এখনও তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। পুলিশের ধারণা, ওই একজনই হামলা চালিয়েছে। এর সঙ্গে আর কেউ জড়িত নয়।

তাৎক্ষণিকভাবে ওই বন্দুক হামলার কারণ জানা যায়নি। হামলায় হতাহতরা ঘাতকের পূর্ব পরিচিত কিনা সে সম্পর্কেও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা একজন বাদামি চুলের লম্বা রোগাটে যুবককে ধরে নিয়ে যাচ্ছেন। স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমে হামলাকারীকে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে উল্লেখ করেছে। তবে সে ওই বিশ্ববিদ্যালয়ে বর্তমান না সাবেক ছাত্র সে বিষয়ে তারা কিছু বলেনি।

এদিকে মঙ্গলবারের ওই হামলার জের ধরে রোববার পর্যন্ত নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে গোটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। এই শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়