শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ০২ মে, ২০১৯, ০৪:২৯ সকাল
আপডেট : ০২ মে, ২০১৯, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় লক্ষ্মীপুরে সকল প্রস্তুতি সর্ম্পন্ন করছে জেলা প্রশাসন

জহিরুল ইসলাম শিবলু : মেঘনার উপকূলীয় জেলা লক্ষ্মী পুরে ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় সকল প্রস্তুতি সর্ম্পন্ন করছে জেলা প্রশাসন। বধুবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এ সময় জানানো হয়, ইতিমধ্যে জেলার উপকূলীয় এলাকায় মাইকিং করে জনসাধারণ, মেঘনায় অবস্থানরত জেলে ও নৌকাসহ সকল ইঞ্জিন চালিত ট্রলারকে নিরাপদে আশ্রয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় সিভিল সার্জনের নেতৃত্বে ৬৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ১০০টি আশ্রয়ন কেন্দ্রকে প্রস্তুত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ডসহ আইনশৃংখলা বাহিনীকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি কন্টোল রুম খোলা হয়েছে।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, লক্ষ্মীপুরকে ৪নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। উপকূলীয় এলাকায় মাইকিং করে জনসাধারণকে নিরাপদ আশ্রয়স্থলে যেতে বলা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মেদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়