শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ১১:০১ দুপুর
আপডেট : ০১ মে, ২০১৯, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানের নতুন সম্রাট নারুহিতো

খালিদ আহমেদ : জাপানের নতুন সম্রাট হলেন ৫৯ বছর বয়সী নারুহিতো। নতুন সম্রাট হিসেবে মঙ্গলবার তিনি  সিংহাসনে বসছেন। তিনি বিদায়ী সম্রাট আকিহিতোর জ্যেষ্ঠ পুত্র। নতুন সম্রাট ৩০ বছর ধরে পিতার ছত্রচ্ছায়ায় থেকে সাংবিধানিক কাঠামোর আওতায় সম্রাটের ওপর অর্পিত দায়িত্ব সম্পর্কে ভালোভাবে অবহিত হয়েছেন। এখন সম্রাট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। বিবিসি, সিএনএন।

তবে নতুন সম্রাটের কাছ থেকে নাটকীয় কোনো নতুন পরিবর্তন জাপানে প্রত্যাশা করা হচ্ছে না। বরং অনেকে মনে করছেন, পিতা আকিহিতো শান্তির যে ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সাংবিধানিক সীমাবদ্ধতার ভেতরে থেকেও দেশের জনগণকে শান্তি বজায় রাখার তাগিদ সম্পর্কে পরোক্ষে সচেতন করে দিয়েছেন, পুত্র নারুহিতো সেই পথেই চলবেন।

নারুহিতো হচ্ছেন জাপানের ইতিহাসে প্রথম সম্রাট, বিদেশে যিনি শিক্ষা গ্রহণ করেছেন। ২৩ বছর বয়সে বিদেশে গিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মের্টন কলেজে দু বছর ধরে তিনি অধ্যয়ন করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে জাপানের নতুন সম্রাট নৌপরিবহন নিয়ে গবেষণায় জড়িত ছিলেন। এটা এখনো তার প্রিয় একটি বিষয়। ফলে, অনেকেই ধারণা করছেন জলবায়ু পরিবর্তন সমস্যা নিয়ে তিনি হয়তো আগ্রহী হবেন।

অক্সফোর্ডের ছাত্রজীবনে খুবই সাধারণ চালচলন এবং অমায়িক ব্যবহারের জন্য সহপাঠীদের কাছে পছন্দের ব্যক্তি ছিলেন তিনি। পরবর্তী সময়ে পিতার পদাঙ্ক অনুসরণ করে রাজপরিবারের বাইরে সাধারণ এক নাগরিককে বিয়ে করেন নারুহিতো।

নানা রকম জটিলতার মুখেও স্ত্রীর পাশে সার্বক্ষণিক অবস্থান তার সেই মনের উদারতাকেই তুলে ধরে। অন্যদিকে, সম্রাজ্ঞী সাধারণ পরিবার থেকে এলেও সেই অর্থে সাধারণ তিনি নন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়