শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ১০:০৮ দুপুর
আপডেট : ০১ মে, ২০১৯, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলংকায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট : গির্জা-হোটেলসহ আট স্থানে বোমা হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শ্রীলংকা। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট দফতর থেকে জানানো হয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।রয়টার্স

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও দেশটিতে এখনও উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি আছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মুসলিমদের পবিত্র মাস রমজান শুরু হওয়ার আগে জঙ্গিরা নতুন হামলা চালানোর পরিকল্পনা করছে এমন গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর নিরাপত্তা বাহিনীগুলো উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

গত ২১ এপ্রিল ইস্টার সানডের প্রার্থনা চলাকালে শ্রীলংকায় গির্জা ও হোটেলে চালানো বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত হন। রাজধানী কলম্বো, অদূরের নেগম্বো ও পূর্বাঞ্চলীয় প্রদেশ বাত্তিকোলার হামলায় আহত হন হাজারও মানুষ।

হামলার তিনদিন পরে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।

আইএস হামলার দায় স্বীকার করলেও শ্রীলংকার কর্তৃপক্ষের সন্দেহ, ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) ও জামিয়াতুল মিল্লাতু ইব্রাহিম নামের স্থানীয় দুটি কট্টরপন্থি গোষ্ঠীর সদস্যরা আত্মঘাতী বোমা হামলাগুলো চালিয়েছে। আত্মঘাতী হামলার পর জারি করা জরুরি অবস্থার ক্ষমতাবলে এই দুই গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

এনটিজের প্রতিষ্ঠাতা জাহরান হাশিম এই হামলার প্রধান পরিকল্পনাকারী এবং সে নয় আত্মঘাতী হামলাকারী অন্যতম বলে বিশ্বাস শ্রীলংকান কর্তৃপক্ষের।

বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে দেশটিতে এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার থেকে সব ধরনের মুখ ঢাকা পোশাকও নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়