শিরোনাম

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ১০:২৮ দুপুর
আপডেট : ০১ মে, ২০১৯, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজার মাসে গরম থাকবে, বৃষ্টিও  

নাঈম কামাল : কয়েকদিন পরেই শুরু হবে রোজা। তখন আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রোজায় গরম থাকবে।তবে  মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ইনডিপেনডেন্ট টিভি।

মে মাসে দেশের উত্তর (রাজশাহী ও রংপুর), উত্তর-পূ্র্বাঞ্চল (সিলেট, ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রাম বিভাগের উত্তর-পূর্বাঞ্চল) ও মধ্যাঞ্চলে (বৃহত্তর ফরিদপুর, মানিকগঞ্জ) ২-৩ দিন মাঝারি অথবা তীব্র বজ্রঝড় (কালবৈশাখী) হতে পারে। দেশের অন্যান্য ত্রলাকায় ৩-৪ দিন হালকা অথবা মাঝারী বজ্রঝড় (কালবৈশাখী) হতে পারে।

এবার রমজান শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহে। শেষ হবে জুনে গিয়ে। এ সময়ে স্বভাবতই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় দীর্ঘ হয়। রোজাদারদের পানাহার থেকে দূরে থাকতে হবে প্রায় ১৫ ঘন্টা।

এদিকে মে মাসে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে (রাজশাহী, রংপুর) একাধিক তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা) বয়ে যেতে পারে। এ সময় দেশের অন্যান্য স্থানে ২-৩টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

গ্রীষ্মকালের প্রকৃতির স্বাভাবিক অবস্থা জানালেন আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আয়েশা খাতুন। তিনি বলেন, বাংলাদেশে এপ্রিল-মে মাস প্রাক বর্ষা মৌসুম। এই সময় আবহাওয়ার সাধারণ যে অবস্থা কখনো কখনো ঝড়বৃষ্টি হয়। আবার কখনো আকাশ পরিস্কার থাকে। তখন তাপমাত্রা বেড়ে যায়। মে মাসে প্রকৃতিতে বৈচিত্র্য থাকে। প্রকৃতির রূপ বদল হয় দ্রুত। এবারের রমজান যেহেতু মে মাসে। এ কারণে রোজায় কখনও প্রচন্ড গরম থাকবে। আবার কখনও থাকবে বৃষ্টি। তবে গরমই বেশি থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়