শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০৭:০৪ সকাল
আপডেট : ০১ মে, ২০১৯, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিদেশে টাকা পাচার হওয়ায় ধস নেমেছে পুঁজিবাজারে’

ডেস্ক রিপোর্ট : বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদদেশের টাকা বিদেশে পাচার হয়ে যাওয়ায় শেয়ারবাজারে ধস নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। মঙ্গলবার (৩০ এপ্রিল) সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘ব্যাংকে টাকা নেই। দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। যে কারণে শেয়ারবাজারে ধস নেমেছে।’

হারুন বলেন, দেশের ব্যাংক খাতের অবস্থা ভালো নয়। শেয়ারবাজারে ধস চলছে। কেন জানি না এ সরকার ক্ষমতায় থাকলেই শেয়ারবাজারে ধস নামে। ১৯৯৬ সালের শেয়ারবাজারের ধসে লাখ লাখ মানুষ সর্বশান্ত হয়েছিল। এখন আবার কয়েক দিন ধরে শেয়ারবাজারে ধস চলছে। বিনিয়োগকারীরা আন্দোলন করছেন। কিন্তু ধস ঠেকানো যাচ্ছে ন। এই ধস ঠেকানোর উদ্যোগ নিতে হবে। ধসের কারণে দেশ থেকে টাকা বিদেশে পাচার হচ্ছে। বিনিয়োগ কোত্থেকে আসবে? যে কারণে শেয়ারবাজারে ধস নেমেছে। ব্যাংক খাতের অবস্থাও খারাপ। ব্যাংকে টাকা নেই। ব্যাংকে টাকা তুলতে গেলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়।

অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির পীর ফজলুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। বাংলাদেশে ক্রিকেট দলের জার্সি ২০১৪ সালের পাকিস্তান দলের জার্সির মতো দেখতে। জার্সিতে লাল রঙ নেই। এ বিষয়ে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের কোনও বক্তব্য নেই। আজ প্রধানমন্ত্রী বলেছেন, জার্সিতে লাল রঙ থাকবে। কিন্তু প্রশ্ন হলো, নুসরাত হত্যাসহ সব কিছুতেই প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে কেন?
সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়