শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০৩:৪৪ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের তেল আমদানির বিকল্প নেই, যুক্তরাষ্ট্রকে ভারত

নিউজ ডেস্ক : ইরানের তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছে ভারত। যুক্তরাষ্ট্রকে নির্বাচন চলাকালীন সময়ে তেল আমদানিতে নমনীয় থাকার আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র দফতর। এতে বলা হয় ইরানের তেল আমদানির বিকল্প উৎস নেই ভারতের।

শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে ফোনে কথা বলেন। অসমর্থিত এক ব্যক্তির বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর জানায়।

এতে সুষমা স্বরাজ বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে কোনো রকম প্রভাব ছাড়াই ভারত ইরানের অপরিশোধিত তেল আরও কিছু সময়ের জন্য আমদানি করতে চায়। যেহেতু ভারতে নির্বাচন চলছে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।

সুষমা স্বরাজ ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার কথা বর্ণনা করেন পম্পেওর সঙ্গে। এ সময় তিনি বলেন, প্রতি বছর ইরান থেকে ২৩.৫ বিলিয়ন টন তেল আমদানি করা হয়। ইরানের তেল আমদানি ছাড়া বিকল্প উৎস নেই।

তবে পম্পেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের তেল আমদানি করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি। পম্পেও বলেন, মার্কিন প্রশাসনে নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ করার সিদ্ধান্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়