শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০৩:১৯ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পগবার বুট বিক্রি হলাে ৩০ হাজার ইউরোতে

স্পাের্টস ডেস্ক : ফ্রান্সকে বিশ্বকাপ এনে দেওয়া পল পগবার বুট বিক্রি হলো বিশাল অঙ্কে। ফ্রান্সের স্কুল ছাত্রদের সাহায্যার্থে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে বিশ্বকাপের বুট ছাড়াও বেশ কয়েকটি জার্সি দান করেন পগবা। যেগুলো বিক্রি করে অর্থ সংগ্রহ করা হয়েছে।

প্যারিসের ক্রিশ্চি নিলাম কেন্দ্রে ম্যানচেস্টার ইউনাইটেড তারকার ব্যবহৃত কেটসগুলো নিলামে তোলা হয়। বিশ্বকাপ ফাইনালে যে বুট পরে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন পগবা সেটি বিক্রি হয় ৩০ হাজার ইউরোয়। নিলামকারী সংস্থা অবশ্য আরও একটু বেশি দাম প্রত্যাশা করেছিল। তাদের ধারণা ছিল ৩৫ থেকে ৫০ হাজার ইউরোয় বিক্রি হবে বুটজোড়া।

এছাড়া ২০১৬ ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে আইসল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্সের যে জার্সিটি পরে মাঠে নেমেছিলেন পগবা সেটি বিক্রি হয় ৪ হাজার ইউরোতে। ২০১৭ সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে হল্যান্ডের বিরুদ্ধে পগবার জাতীয় দলের জার্সিটি বিক্রি হয় ৩ হাজার ইউরোতে।

২০১৭ সালে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের যে জার্সিটি পরে খেলেছিলেন পগবা সেটি বিক্রি হয় মাত্র ৪০০ ইউরোতে। পগবার বেশ কয়েকটি জার্সি নিলামে অবিক্রিত থেকে যায়। যার মধ্যে ২০১৫ সালে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের জয় তুলে নেওয়া জার্সিটিও ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়