শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০২:৩২ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়লেখায় আত্মহত্যার চেষ্টাকারী ষোড়শীর ঠাঁই হলো নিরাপত্তা হেফাজত

স্বপন দেব, মৌলভীবাজার : বড়লেখায় বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী পিতৃ-মাতৃহীন ষোড়শীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে বাদি হয়ে ব্যতিক্রমী এ মামলাটি রুজু করেছেন থানার এসআই মিন্টু চৌধুরী। ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেলে পুলিশ ওই ষোড়শীকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমারের আদালত তাকে সেভ কাস্টডিতে পাঠানোর আদেশ দিয়েছেন।

থানা পুলিশ ও ভিকটিম সুত্রে জানা গেছে, উপজেলার নিজবাহাদুর ইউপির নিজ বাহাদুরপুর গ্রামের আলফাজ উদ্দিনের ষোড়শী মেয়ে ডলি বেগম (১৬) পাশবিক নির্যাতনকারীদের বিরুদ্ধে নারি ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। মামলাটি আদালতে চলমান থাকলেও কোন অগ্রগতি ছিল না।

গ্রামের লোকজনের নানা কটুক্তি, সমালোচনা ও পৈত্রিক সম্পত্তি নিয়ে স্বজনদের হয়রানী আর মামলা সংক্রান্ত মানসিক চাপে ষোড়শী সোমবার দুপুরে নিজ বাড়িতে আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করে। মুহর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা দ্রত তাকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে পুলিশ তার বিরুদ্ধে ৩০৯ ধারায় থানায় মামলা রেকর্ড করে। চিকিৎসকের তাৎক্ষনিক চিকিৎসায় সে সুস্থ হলেও শেষ পর্যন্ত তার টাই হয়েছে সেভ কাস্টডিতে।

মামলার বাদি এসআই মিন্টু জানান, পিতৃমাতৃহীন ডলি বেগম নানা বাড়িতে থাকতো। সেখানে চতুর্থ শ্রেণীতে ওঠার পর লেখাপড়া বন্ধ করে দেয়।

পরে চাচার বাড়িতে আসলে বিভিন্ন কারণে চাচারাও তার ওপর বিরক্ত হয়ে উঠেন। এসব নানা কারণে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে।

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, আত্মহত্যা পেনাল কোড ৩০৯ ধারার শাস্তিযোগ্য একটি অপরাধ। প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আত্মহত্যা চেষ্টাকারী ষোড়শীকে সুস্থ হওয়ার পর আটক করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে মৌলভীবাজার জেল হাজতের সেভ কাস্টডিতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়