শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০২:২৬ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদী অতিরিক্ত আয়কর ফেরত পেয়েছেন পাঁচবার, রাহুল ছয়বার

রাশিদ রিয়াজ : গত আঠারো বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতিরিক্ত আয়কর দেওয়ায় পাঁচ বার আয়কর ফেরত পেয়েছেন। অন্যদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ছয়বার এধরনের আয়কর ফেরত পেয়েছেন। আয়কর দফতরের ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক মারফত ‘রিফান্ড স্ট্যাটাস’ জানার যে পরিষেবা রয়েছে সেখান থেকেই এই তথ্য পাওয়ার কথা বলেছে ভারতের সংবাদসংস্থা পিটিআই।

মোদীর পাঁচ বার আয়কর ফেরত হলেও ২০১২-১৩ এবং ২০১৫-১৬ এই দুই অ্যাসেসমেন্ট বর্ষে (অর্থাৎ ২০১১-১২ এবং ২০১৪-১৫ অর্থবর্ষে)তার কর ফেরতের টাকা বকেয়া আয়করের সঙ্গে ‘অ্যাডজাস্ট’ করা হয়েছে। অন্যদিকে রাহুল গান্ধীর ক্ষেত্রে এমন ‘অ্যাডজাস্টমেন্ট’ হয়েছে কেবলমাত্র ২০১২-১৩ অ্যাসেসমেন্ট বর্ষে।

অনলাইনে ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক থেকে ‘রিফান্ড স্ট্যাটাস’-এ করদাতার প্যান নম্বর দেওয়া হলে ২০০১-০২ থেকে কতবার আয়কর ফেরত পেয়েছেন, কোন বছর কত কর ফেরত হয়েছে বা বকেরা করের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে, এই সব তথ্য পাওয়া যায়।
যেহেতু নির্বাচনের প্রার্থীকে তার মনোনয়ন পত্রে প্যান নম্বরও উল্লেখ করতে হয়। সেহেতু এবারের লোকসভা নির্বাচনের জন্য দাখিল করা হলফনামা থেকে মোদী এবং রাহুলের প্যান নম্বর সংক্রান্ত তথ্য জানা গিয়েছে বলে সংবাদপত্র জানিয়েছে।

ভারতের অন্যান্য রাজনৈতিক নেতাদের মধ্যে সোনিয়া গান্ধী পাচ বার করের টাকা ফেরত পেয়েছেন। কিন্তু অমিত শাহ একবারও আয়কর ফেরত পাননি। তবে ২০১৫-১৬ অ্যাসেসমেন্ট বর্ষে তার দেওয়া অতিরিক্ত কর বকেয়া আয়করের সঙ্গে ‘অ্যাডজাস্ট’ করা হয়। কিন্তু সোনিয়ার ক্ষেত্রে এরকম অ্যাডজাস্টমেন্টের কোনও নজির নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়