শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০২:১১ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেভারিটদের মতো জিতেই ফাইনালে বাংলাদেশ

আক্তারুজ্জামান : বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট শুরুর আগেই সব দল স্বীকার করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা শক্তিশালী। গ্রুপ পর্বে সেভাবে জ্বলে উঠতে না পারলেও সেমিফাইনালে দেখিয়েছে নিজেদের শক্তি। সেই শক্তিতে ভর করে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে মৌসুমী, মারিয়া ও মার্জিয়ারা। আগামী ৪ মে টুর্নামেন্টের ফাইনালে লাওসের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোরীরা।

আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি মঙ্গোলিয়া। যদিও ম্যাচ শুরুর দিকে বাংলাদেশের মেয়েরা নিজেদের ছন্দ দেখাতে পারেননি। প্রথম গোল পেতে প্রথমার্ধের পুরোটা সময় লেগেছিল।

যোগ করা সময়ে অসাধারণ গোল করে দলকে এগিয়ে দেন মনিকা চাকমা। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের চোখ জুড়ানো এক শটে মঙ্গোলিয়ার জালে বল পাঠান মনিকা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে নতুন শক্তিতে খেলা শুরু করে লাল-সবুজের মেয়েরা। ৬৯ মিনিটে আবারও মঙ্গোলিয়ার জালে বল। এবার গোল দেন মার্জিয়া। যার যোগনদাতা ছিলেন প্রথম গোলদাতা মনিকা চাকমা।

২-০ স্কোর লাইনেই ব্যবধান গড়ে যাচ্ছিল ম্যাচের। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ঠিক ৫ মিনিট আগে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। ৮০ মিনিটে বদলী নামা তহুরা খাতুন মঙ্গোলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

এর আগে বঙ্গমাতা গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে কিরগিজস্তানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লাওস। আগামী ৪ মে শিরোপা নিষ্পত্তির ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও লাওস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়