শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ১১:৫০ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজার মধ্যেই পাটকল শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধ করা হবে – বস্ত্র ও পাট মন্ত্রী

খন্দকার শাহিন: বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এমপি বলেছেন, আসছে রোজার মধ্যেই পাটকল শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধ করা হবে।

এছাড়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর লোকসানের কারণ খতিয়ে দেখে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে দেশের অন্যতম বৃহৎ নরসিংদীর ইউনাইটেড মেঘনা চাঁদপুর (ইউএমসি) জুটমিল পরিদর্শন করে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।

দেশে এক চেটিয়া ব্যবসা বন্ধে বিজিএমসির মিলগুলো চালু রাখার বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী আরো জানান, পাট খাতে শ্রমিক ও চাষীদের বাঁচিয়ে রাখতে এসব মিলগুলোতে ফাঁক-ফোকর বন্ধেও তৎপর রয়েছে সরকার।

পরে মন্ত্রী নরসিংদীর সাহেপ্রতাবে বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন। এতে মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আওয়ামী লীগ নেতাকর্মী ও পাটকল শ্রমিক সহ গন্যমান্য ব্যাক্তিরা।

এসময় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাংসদ তামান্না নুসরাত বুবলী, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মিজানুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম ও নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়