শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন

কামরুল হাসান : সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মঙ্গলবার বেলা ১১টায় মানববন্ধন করেছে প্রতিবন্ধীরা। গত রবিবার ৪০তম বিসিএস পরীক্ষায় শ্রুতিলেখক সংক্রান্ত পূর্ববর্তী নীতিমালা বহালের দাবিতে শাহবাগে অবস্থান ধর্মঘট চলাকালে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এ মানববন্ধন করে তারা।

‘চাকরি প্রত্যাশী দৃষ্টিপ্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ’ এর ব্যানারে এ মানববন্ধন আয়োজিত হয়।

চাকরি প্রত্যাশী দৃষ্টিপ্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক আলী হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ২৮ এপ্রিল শাহবাগে কর্মসূচি পালন করছিলাম। কিন্তু পুলিশ প্রথম থেকেই আমাদের অসহযোগিতা করছিল। অবশেষে আমাদের কর্মসূচিকে পণ্ড করে দেয়। তারা আমাদের কয়েকজন প্রতিবন্ধীর ওপর হামলা করেছে। আমাদের ব্যানার ছিড়ে ফেলেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে হামলাকারীদের বিচার দাবি করছি।

মানববন্ধন শেষে তারা ৪০তম বিসিএস পরীক্ষায় শ্রুতিলেখক সংক্রান্ত পূর্ববর্তী নীতিমালা বহালের দাবিতে মানববন্ধন শেষে পিএসসি’র চেয়ারম্যানকে স্মারকলিপি এবং একই দাবিতে আগামী বৃহস্পতিবার (২ মে) সমাজসেবা অধিদফতর ঘেরাও কর্মসূচিরও ঘোষণা করেছে তারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারি কথাও জানান তারা।

মানববন্ধনে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়