শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ১১:১৩ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের উন্নয়নের অর্থের যোগানদাতা হচ্ছে যারা কর দেয়, বলেছেন হাফিজ আহমেদ মুর্শেদ

মনজুর এ অনিক: জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ট্যাক্সেস লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট) হাফিজ আহমেদ মুর্শেদ বলেছেন,দেশের উন্নয়নের অর্থের যোগানদাতা হচ্ছে যারা কর দেয়। এই কর দাতাদের সাথে কোন বৈরিতা থাকবেনা। আয়কর কর্মকর্তা,কর্মচারীরা সারা দেশে হয়রানী বিহীন জরিপ কার্যক্রম পরিচালিত করবে। যা চলমান রয়েছে বহিরাঙ্গন জরিপ কার্যক্রমে সকলকে সহযোগীতা আহবান করেন।

মঙ্গলবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ কর অঞ্চলে কর নেট বৃদ্ধি ও কাঙ্খিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে জরিপ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর অঞ্চল নারায়ণগঞ্জ কর কমিশনার মো: নাজমুল করিম এ ও সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: মোরশেদ সোরায়ার সোহেল, অতিরিক্ত কর কমিশনার মো: আব্দুস সবুর খান, উপ কর কমিশনার (প্রশাসন) মো: সাজিদুল ইসলাম, উপকর কমিশনার নাজমুল ইসলাম, নাজির মিন্টু প্রমূখ।

এসময় কর অঞ্চল নারায়গঞ্জর কর কমিশনার নাজমুল করিম বলেন, দেশের নাগরিকদের দ্বায়িত্ব কর দেওয়া। দেশের অর্থনীতির চাকাকে সচল রেখে উন্নয়নের মহাসড়কে অভিযাত্রর অংশীজন হওয়ার জন্য আহবান করছি। তিনি বলেন,চলমান জরিপ কার্যক্রমের প্রতি করদাতাদের উৎসাহ থাকায় অধিক সংখ্যক নতুন করদাতা কর নেটের আওতায় আসবে। আয়কর প্রদান সহজ ও সরলিকরণের লক্ষ্যে কর বান্ধব পরিবেশ এই জরিপ কার্যক্রম পরিচালনা করা। এসময় ৫০ জন করদাতাকে স্পট এ্যাসেসম্যান্ড এর মাধ্যমে মামলা নিষ্পত্তি ও কর আদায় পূর্বক সাটিফিকেট প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়