শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ১১:০০ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

তৌহিদুর রহমান নিটল : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আতাবুর রহমান (৬০) ও পরশ মিয়া (১৮) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলার আশুগঞ্জ ও বিজয়নগরে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বরে ট্রাকে পণ্য উঠানোর সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক চাপা দিলে বৃদ্ধ আতাউর গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আতাউর উপজেলার খড়িয়ালা গ্রামের বাসিন্দা।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করা যায়নি। এ দিকে অপর আরেক ঘটনায় দুপুরে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে পরশ নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশ ও স্হানীয়রা জানায়, দুপুরে বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে সিঙ্গারবিল বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যায়। পরে তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

বিজয়নগর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) সুমন কুমার আদিত্য বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়