শিরোনাম
◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ১০:২২ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে নুসরাত হত্যার ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

সৌরভ কুমার ঘোষ:  ফেনির সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের হত্যাকান্ডের ন্যায় বিচার এবং দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবিতে কুড়িগ্রামে মানবন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক )।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে টিআইবি- সনাক ছাড়াও উন্নয়ন এএফএডি, সলিডারিটি, জেলা মহিলা পরিষদ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে।

সচেতন নাগরিক কমিটির সভাপতি রওশনআরা চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইয়েস দলনেতা এনামুল হক, সলিডারিটির বদরুন্নেসা বিথি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জ্যোতি আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দূল বাতেন, রামকৃষ্ণ মিশনের উদয় চক্রবর্তি, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী,জেলা দর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, বিশিষ্ট আইনজীবী এটিএম এনামুল হক চৌধুরী চাদ, টিআইবি কুড়িগ্রামের এরিয়া ম্যানেজার সৌমেন দাস প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে নুসরাত হত্যাকান্ডে চিহ্নিত, গ্রেফতারকৃত ও ইতোমধ্যেই যারা পরিকল্পনা ও নির্দেশদাতা হিসেবে দায় স্বীকার করেছেন তাদের সকলের দ্রæত কঠোর বিচারের আওতায় আনার আহবান জানান। এছাড়া মানববন্ধনে শুধু নুসরাত নয় সারা দেশে নারির প্রতি সহিংসতা রোধে প্রয়োজনীয় ব্যয় নেয়া সহ আরো যেসব নারী নির্যাতনের মামলা বিচারিধীন রয়েছে সেগুলোর দ্রæত বিচার সম্পœন্ন করার দাবী জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়