শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৯:৩৩ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে আবাহনী আজ লড়বে চেন্নাই এফসির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : এএফসি চ্যাম্পিয়নশিপে আবাহনীর শুরুটা ভালোই হয়েছে। নেপালের মাঠেই তাদেরকে হারিয়ে শুরুটা ভালো করার পর ঘরের মাঠে মিনার্ভাকে রুখে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। আজ নিজেদের তৃতীয় ম্যাচে গ্রুপের অপর দল চেন্নাইয়ান এফসির মোকাবেলা করবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় রাত আটটায় চেন্নাইয়ের মাঠ দ্য আরিনাতে মুখোমুখি হবে দু’দল।

‘ই’ গ্রুপ থেকে লড়ছে দুই দল। পয়েন্ট টেবিলের যে চিত্র তাতে আবাহনী- চেন্নাইন দুই দলেরই সমান ৪ পয়েন্ট। এক জয় এবং এক ড্র। তবে গোল গড়ে এগিয়ে থাকায় শীর্ষে চেন্নাইন। গ্রুপে থাকা অপর দলটি মিনার্ভা পাঞ্জাবের দুই ড্রয়ে দুই পয়েন্ট। নেপালের মানাং মার্সিয়াং এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি।

ম্যাচটা সামনে রেখে সানডেকে হারানোর শঙ্কায় পড়েছিল আবাহনী। তবে শেষ মুহূর্তে ভিসা জটিলতা কাটানোয় সুযোগ পাচ্ছেন তিনি। এছাড়াও দলের ভরসার প্রতীক তপু বর্মণকে ছাড়াই খেলবে আবাহনী। কেননা ইনজুরিতে ছিটকে গেছেন তপু।

আবাহনী জিতলে টেবিলে শীর্ষে উঠে যাবে। ড্র করলে চেন্নাইনের পেছনেই থাকতে হবে। তবে ড্র নয়; পূর্ণ ৩ পয়েন্টের জন্যই মাঠে নামবে আবাহনী। এমন কথাই জানান আবাহনী অধিনায়ক শহিদুল আলম সোহেল। এই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি ভালো হয়েছে আবাহনীর। পাঞ্জাবের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণ পয়েন্ট থেকে বঞ্চিত হলেও, চেন্নাইনের মাঠ থেকে ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে চায় মারিও লেমস শিষ্যরা।

এএফসি কাপে টানা তৃতীয়বারের মতো খেলছে আবাহনী। গত দুই আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় আকাশি-নীলরা। সেই হিসেবে এবার দুর্দান্ত পারফরম্যান্স তাদের। নেপালের ক্লাব মানাংয়ের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুরু। সেই ম্যাচটি নেপালের মাটিতিই হয়েছিল। পরের ম্যাচে ঘরের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাঞ্জাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করে আবাহনী। তবে চেন্নাইনের বিপক্ষে জয়ে চোখ রাখছে দেশের সেরা দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়