শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৯:০৯ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় প্রেমে বিরোধের জেরে খুন, খুনির সহযোগী আটক

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি :  কুমিল্লায় প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে সহকর্মীদের হাতে খুন হয় ফরিদ গ্রুপের কর্মী রাশেদ হোসেন(১৬)।  রাশেদ সদর দক্ষিণ থানার মৃত আবদুর রশিদের ছেলে। আজ সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশ সুপার  সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
 সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গত ২৮ এপ্রিল রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কমলপুর এলাকায় ফরিদ গ্রুপের ফরিদ নেটস নামীয় ফ্যাক্টরিতে কর্মস্থলের উদ্দেশে ঘর থেকে বের হয় রাশেদ। পরে রাত ১০ টায় ডিউটি শেষ হলেও রাশেদ ঘরে ফিরে না আসায় তার মোবাইল ফোনে কল করে স্বজনরা । এ সময় রাশেদের ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
পরের দিন  ২৯ এপ্রিল সকাল ১০ টায় সদর দক্ষিণ থানায় গলিয়ারা ইউনিয়নের ফুলতলী মধ্যমপাড়া  এলাকার ফজলুল হকের মাছ চাষের ঘেরের উত্তরপাড়ে ওই  এলাকার লোকজন এক যুবকের গলাকাটা লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে অজ্ঞাত যুবকের  লাশটি  রাশেদের বলে চিহ্নিত করে তার বোন নিপা আক্তার।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ জানান, প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে একই ফ্যাক্টরির কর্মরত রাশেদের সহকর্মী চৌদ্দগ্রাম থানার মিয়া বাজার মানিকপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মোঃ রাসেল (১৮) ও তার সহযোগী সদর দক্ষিণ থানার বানীপুর গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে  মোঃ আরিফকে আটক করলে, ১৬৪ ধারায়  খুনের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত মোঃরাসেল ও মোঃ আরিফ ।
তারা  দু’জনে মিলে রাশেদকে ফ্যাক্টরি থেকে ডেকে নিয়ে যায় এবং পার্শ্ববর্তী ফুলতলী এলাকায় নিয়ে  ধারালো ছুরি ও ব্লেড দিয়ে গলা কেটে রাশেদকে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য পুকুরে নিক্ষেপ করে।
এ বিষয়ে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং ৫২।
  • সর্বশেষ
  • জনপ্রিয়