শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৮:৪২ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন নীতিমালায় ব্যাংকিং খাতে তারল্য সংকট উল্টো বেড়ে যেতে পারে, এবিবি

মো. আল-আমিন : বিভিন্ন শ্রেণির অনাদায়ী ঋণের সংজ্ঞা পরিবর্তনে তারল্য সংকটের পাশাপাশি খেলাপি ঋণও কমে আসবে বলে দাবি করছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও এর ফলে জুলাই থেকে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমবে। কমে আসবে খেলাপি ঋণের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণের চাপও। চ্যানের ২৪

তবে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) মনে করছে, এতে ব্যবসায়ীরা লাভবান হলেও তারল্য সংকট নিরসনে এ নীতিমালা খুব একটা কাজে আসবে না। এ নীতিমালাকে ইতিবাচক হিসেবে দেখছেন সরকারি ব্যাংকের প্রধান নির্বাহীরা। এই নীতিমালায় ব্যাংকিং খাতে তারল্য সংকট না কমে উল্টো বেড়ে যেতে পারে বলে মনে করেন এবিবির সভাপতি।

তিনি বলেন, এ নীতিমালা সহায়ক হয়েছে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য। বহু চেষ্টায় ঋণ মঞ্জুর ও ছাড়করণের দীর্ঘসূত্রিতায় এতদিন গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হলেও এখন তারা কিছুটা স্বস্তি পাবেন।

উল্লেখ্য, রাজনৈতিক অস্থিতিশীলতা না থাকলে সরকারকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে ব্যাংকখাতের খেলাপি ঋণ। ২০১৮ সালের ডিসেম্বর শেষে যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৯১১ কোটি টাকা। এ অবস্থায় ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য নীতিমালায় পরিবর্তন আনল কেন্দ্রীয় ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, ৬ মাস কিস্তি পরিশোধ না করলে ওই ঋণকে সাব-স্ট্যান্ডার্ড, নয় মাস পরিশোধ না করলে সন্দেহজনক ও ১ বছরের কিস্তি বকেয়া পড়লে মন্দমানের খেলাপি হিসেবে শ্রেণীকৃত করা হবে। আগে যা ছিল যথাক্রমে ৩, ৬ ও ৯ মাস। জুন শেষে কার্যকর হবে এই নীতিমালা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়